Travel there at the corner of a small school Matidali

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



20220505_175622.jpg

Hello friends, I hope you are all well. I will present a short travel story among you. Yesterday I went on a trip with my family to an ecopark in Bogra city. When I was returning home from there, I saw a school and a college on the street. The name of the school and college is Haji Md. Joynal Abedin School and College.

20220505_175617.jpg

When I was going home by rickshaw. Then I saw a land in front of the school. There is a lot of paddy land around the school. There are also different types of vegetable fruit trees. There is a road flowing in the middle of it. That's exactly the road we were going through. I took some pictures of the school with my mobile phone while going. Which I have presented to you.

20220505_175553.jpg

The school is located in a very secluded area. This road has very little traffic. You can see in the picture that very few cars are moving here. We are going home on this road because of the traffic jam. This is an alternative route. The road is located next to Biswaroad.

20220505_175621.jpg

I heard that my cousin is studying in this school. According to him, my intention was to go through this road to see this school. The school has been built in a beautiful building by the local authorities and the signboards of this school have been constructed at great expense. Which is pretty nice to see.

20220505_175625.jpg

There is a beautiful seating arrangement at the boundary gate of this school. There is also a nice seating arrangement for small children. The school has been established by the local authorities with a beautiful architecture and design. I really enjoyed traveling.

I have presented to you a beautiful travel story. Next time, I would like to present to you a new travel story. Stay well everyone stay healthy. Assalamualaikum.



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



20220505_175622.jpg

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি একটি ছোট্ট ভ্রমণ গল্প উপস্থাপন করব। গতকালকে আমি পরিবারের সঙ্গে ভ্রমণ করতে গিয়েছিলাম বগুড়া শহরের একটি ইকোপার্কে। সেখান থেকে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় চোখে পড়ল একটা স্কুল ও কলেজ। স্কুল এবং কলেজটির নাম হাজী মোঃ জয়নাল আবেদীন স্কুল এবং কলেজ।

20220505_175617.jpg

আমি যখন রিক্সা দিয়ে বাসায় যাচ্ছিলাম। তখন স্কুলটির সামনে একটি জমি দেখতে পেলাম। স্কুলের আশেপাশে অনেক ধানের জমি আছে। এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি ফলের গাছ রয়েছে। সেখান দিয়ে একটি রাস্তার মাঝখানে বয়ে চলেছে। ঠিক সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় মোবাইল ফোন দিয়ে স্কুলটির কয়েকটি ছবি ধারণ করেছি। যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

20220505_175553.jpg

স্কুলটি খুব নির্জন এলাকায় অবস্থিত। এই রাস্তাটিতে যানজট খুব কম। এখানে খুব অল্পসংখ্যক গাড়ি চলাচল করছে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাস্তায় জানযট থাকার কারণে এই রাস্তাদিয়ে বাসার দিকে যাচ্ছি। এটা একটা বিকল্প রাস্তা। রাস্তাটি বিশ্বরোডের পাশে অবস্থিত।

20220505_175621.jpg

আমি শুনেছিলাম আমার খালাতো ভাই নাকি এই স্কুলে লেখাপড়া করে। তার কথামতো আমার এই রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এই স্কুলটি দেখার জন্য। সুন্দর একটি বিল্ডিংয়ে এই স্কুলটি তৈরি করে রেখেছেন এখানকার কর্তৃপক্ষ এবং এই স্কুলের সাইনবোর্ড অনেক টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে। যা দেখতে অনেক চমৎকার।

20220505_175625.jpg

এই স্কুলের বাউন্ডারি গেটে সুন্দর একটি বসার ব্যবস্থা রয়েছে। আরো রয়েছে ছোট বাচ্চাদের জন্য বসার জন্য সুন্দর একটি সুব্যবস্থা। খুব সুন্দর আর্কিটেকচার এবং ডিজাইন দিয়ে তৈরি করে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে এখানকার কর্তৃপক্ষ। আমি ভ্রমণ করে সত্যিই আনন্দিত হয়েছি।

সুন্দর একটি ভ্রমণ গল্প আপনাদের মাঝে উপস্থাপন করলাম। পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে নতুন কোন ভ্রমণ গল্প নিয়ে উপস্থিত থাকব। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63099.80
ETH 2455.59
USDT 1.00
SBD 2.58