Travel contest XXVII / Boat trip on Sariakandi Jamuna river with elder brother and sister-in-law

in Steem-Travelers2 years ago (edited)


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



Hello friends, I hope you are all well. I have participated in a beautiful contest in your community and I will present to you a story of a trip to Sariakandi river and dam in summer. I am inviting three friends to participate in this contest. I would like to participate in this contest myself. @farid21 @marufa2 @rabibulhasan71

blue_wedding_photo_collage.png

Earlier I wrote with you about traveling to Sariakandi. Today I will show you that in summer I went to Sariakandi again in summer. I will present to you a beautiful scene like traveling on the river bank. I will present to you some pictures. I am presenting to you the story of traveling with my brothers and sisters-in-law.

From the heart of Bogra city you can get open car to Sariakandi. If you want, you can take that car to Sariakandi. You can also go to Sariakandi in your private if you want. This is all I am saying to you for the purpose of going to Sariakandi. Now let's come to my main topic.

My topic of discussion today is what are the advantages and disadvantages of traveling in summer. What you can't do is travel in the summer. And here is a brief description of what kind of pleasure I have enjoyed traveling in the summer.

First of all let me tell you that the biggest river of Bogra city has flowed in Sariakandi. We have some of the biggest rivers in Bangladesh. The Jamuna is one of the largest rivers. Today my purpose is to travel by boat on the banks of the river Jamuna and we have visited every dam on the banks of the river Jamuna. I would like to present to you a short discussion guide travel story.

  • First we went straight from home to the banks of Sariakandi river. When I got there and saw the boat moving in the river, I wanted to get on the boat. The sun's temperature was high so when I got on the boat my brother collected the pictures with the DSLR camera. The heat of the sun has fallen on the river water and the heat of that water is again affecting the human body. An unbearable thing Traveling around the water in the summer is truly amazing and unbearable.

  • After the boat trip on the river, we walked on the embankment with Bhabhi. It was noon when I was walking along the embankment. The heat of the sun was more. The heat of the sun is unbearable in summer so you don't have the patience to walk. But there is no movement of vehicles in this place because there is no road for vehicles. There are vehicular roads right where vehicles can move. So we started walking back and forth over the embankment in the heat of the sun.

  • Then I went to the restaurant and garden environment by the side of the dam. It was time for our meal and we went to the restaurant for food. Light meals have been arranged and eaten there. There are hotels here and Bengali food. You can eat fast food and Chinese food at the restaurant if you want. In addition, there are very nice arrangements to eat and drink, you will not have any problem to travel to this place.

We came here in the morning to travel. So our intention is to go home in the afternoon. And as long as we stay in Sariakandi, the heat of the sun will be high and it will feel hot. You can rest here in the restaurant if you want. There is AC and fan arrangement.

My photo gallery

img_2364.jpg

img_2363.jpg

img_2326.jpg

img_2324.jpg

img_2323.jpg

img_20220226_121916.jpg

img_2282.jpg

img_2284.jpg

img_2285.jpg

Above I have created a gallery among you presenting some photos collected from my travels. How are the pictures? Be sure to let me know in the comments. We have just presented modeling pictures here. How does the body feel in the heat of the sun? How does it feel hot? In the picture we have tried to express it. You can understand by looking at the pictures. I also presented to you a beautiful travel story with my family. You can travel to Sariakandi if you want. This place has beautiful scenery and is located in Sariakandi, one of the largest travel spots in Bangladesh. We traveled there. See you later. Stay well everyone stay healthy. Assalamualaikum.



বাংলা



ভ্রমন ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের কমিউনিটিতে সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করেছি এবং গ্রীষ্মকালে সারিয়াকান্দি নদী এবং বাঁধে ভ্রমণের একটি গল্প আপনাদের মাঝে উপস্থাপন করবো। এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আমি তিনজন বন্ধুকে ইনভাইট করতেছি। আমি নিজেও এই কনটেস্টে অংশগ্রহণ করতে চাই। @farid21 @marufa2 @rabibulhasan71

blue_wedding_photo_collage.png

এর আগে আমি আপনাদের সঙ্গে সারিয়াকান্দিতে ভ্রমণ সম্পর্কে লিখেছি। আজকে আমি আপনাদের দেখাবো গ্রীষ্মকালে সারিয়াকান্দিতে আমি পূণরায় ভ্রমণ করতে গিয়েছিলাম গরমের মধ্যে। নদীর তীরে ভ্রমণ করার মত সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করব কয়েকটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করব। তার সঙ্গে আমার ভাইয়া এবং ভাবিদের সঙ্গে ভ্রমণ গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করছি।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র থেকে আপনি সারিয়াকান্দি যাওয়ার জন্য উন্মুক্ত গাড়ি পেতে পারেন। আপনি চাইলে সেই গাড়িতে করে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার প্রাইভেটে সারিয়াকান্দি যেতে পারেন। সারিয়াকান্দির যাওয়ার উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে এটুকুই বলছি এবার আসি আমার মূল আলোচ্য বিষয়ে।

আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গ্রীষ্মকালে ভ্রমণ করলে কি ধরনের সুবিধা এবং অসুবিধা থাকে। আপনি গ্রীষ্মকালের ভ্রমণ করতে পারেন কি পারেন না। এবং আমি গ্রীষ্মকালে ভ্রমণ করে কি ধরনের আনন্দ পেয়েছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে নিচে উল্লেখ করছি।

প্রথমে আমি আপনাদের বলে রাখি সারিয়াকান্দিতে বগুড়া শহরের সবচেয়ে বড় নদী প্রবাহিত হয়েছে। আমাদের বাংলাদেশে কয়েকটি সবচেয়ে বড় নদী রয়েছে। তারমধ্যে যমুনা নদী হলো বৃহত্তম একটি নদী। আজকে আমার উদ্দেশ্য যমুনা নদীর তীরে ভ্রমণ করা নৌকা ভ্রমণ করা এবং যমুনা নদীর পাড়ে যেগুলি বাঁধ রয়েছে প্রত্যেকটা বাঁধে আমরা ভ্রমণ করেছি। তার একটি সংক্ষিপ্ত আলোচনা গাইড ভ্রমণ গল্প আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই।

  • প্রথমে আমরা বাসা থেকে সরাসরি সারিয়াকান্দি নদীর তীরে গিয়েছি। সেখানে গিয়ে আমি যখন নদীতে দেখলাম নৌকা চলাফেরা করছে আমি তখন নৌকার উপর উঠতে চাইলাম। সূর্যের তাপমাত্রা বেশি ছিল তাই যখন আমি নৌকা তে উঠলাম তখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার ভাইয়া ছবি গুলো সংগ্রহ করেছেন। নদীর পানিতে সূর্যের তাপ পড়েছে এবং সেই পানির তাপ পুনরায় মানবদেহে প্রভাব ফেলছে। অসহ্য একটা বিষয় গ্রীষ্মকালে পানি আশেপাশে ভ্রমণ করার সত্যি আশ্চর্য এবং অসহ্য বিষয়।

  • নদীতে নৌকা ভ্রমণ করার পর আমরা বাঁধের উপর চলাফেরা করলাম ভাবীর সঙ্গে। বাঁধের ওপর দিয়ে যখন হাঁটা চলাফেরা করছিলাম তখন দুপুরের সময় হয়েছিল। সূর্যের তাপ আরো বেশি ছিল। গ্রীষ্মকালে সূর্যের তাপ অসহ্য লাগে তাই হাঁটা চলাফেরা করার মত ধৈর্য হয়না। কিন্তু এই জায়গাতে যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই কারণ এখানে যানবাহনে রাস্তা নেই। যেখান থেকে যানবাহন চলাচল করতে পারে ঠিক সেখানেই যানবাহনের রাস্তা রয়েছে। তাই আমরা সূর্যের তাপ এর মধ্যে বাঁধের উপর দিয়ে ঠিক পায়ে হেঁটে চলা ফেরা করতে লাগলাম।

  • এরপর বাঁধের পাশে রেস্টুরেন্ট এবং বাগানের পরিবেশে চলাচল করতে গেলাম। আমাদের খাবারের সময় হয়েছে আমরা রেস্টুরেন্টে খাবারের উদ্দেশ্য নিয়ে গিয়েছি। হালকা খাবারের আয়োজন করা হয়েছে এবং সেখানে খাওয়া হয়েছে। এখানে হোটেল রয়েছে বাংলা খাবার রয়েছে। আপনি চাইলে রেস্টুরেন্টে ফাস্টফুড এবং চাইনিজ খাবার খেতে পারেন। এছাড়া খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে খাওয়া-দাওয়া করার মতন আপনাদের কোন ধরনের সমস্যা হবে না এই জায়গাতে ভ্রমণ করতে আসলে।

আমরা সকালবেলা এখানে ভ্রমণ করতে এসেছি। তাই আমাদের উদ্দেশ্য রয়েছে বিকেল বেলা বাসায় রওনা দিব। আর যতক্ষণ সময় আমরা সারিয়াকান্দি থাকবো ঠিক ততক্ষন সূর্যের তাপ বেশি থাকবে গরম লাগবে। আপনি চাইলে এখানে রেস্টুরেন্টে রেস্ট করতে পারেন সেখানে এসি এবং ফ্যানের ব্যবস্থা করা আছে।

আমার ফোটো গ্যালারি

img_2364.jpg

img_2363.jpg

img_2326.jpg

img_2324.jpg

img_2323.jpg

img_20220226_121916.jpg

img_2282.jpg

img_2284.jpg

img_2285.jpg

উপরে আমি আপনাদের মাঝে আমার ভ্রমণ থেকে সংগ্রহ করা কয়েকটি ফটো উপস্থাপন করে একটি গ্যালারি তৈরি করেছি। ছবিগুলো কেমন হয়েছে? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এখানে শুধু মডেলিং ছবি উপস্থাপন করেছি। সূর্যের তাপে শরীর কেমন লাগে? গরম কেমন অনুভব হয়? ছবিতে আমরা তা প্রকাশ করার চেষ্টা করেছি। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আমার পরিবারের সঙ্গে সুন্দর একটি ভ্রমণ গল্প আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা চাইলে সারিয়াকান্দিতে ভ্রমণ করতে পারেন। খুব সুন্দর দৃশ্য এই জায়গাতে রয়েছে এবং আমাদের বাংলাদেশের বৃহত্তম একটা ভ্রমণ স্পট সারিয়াকান্দিতে অবস্থিত। আমরা সেখানে ভ্রমণ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room & canva.com

Sort:  
 2 years ago 

lovely pictures at the river dear..thanks a lot for sharing some information about the river! awesome!

Thank you so much.

 2 years ago 

you are welcome

 2 years ago 

Amiga gracias por compartir con nosotros tu hermoso contenido.

Debo admitir que tus fotos me parecen muy hermosas y bien realizadas. Quedaste como una hermosa modelo con todo respeto.

Bangladesh es un pais muy hermoso y cultural.

Hi friend.

Plagiarism-freeYES ✔️
#steemexclusiveYES ✔️
#club5050YES ✔️
Verified userYES ✔️
Bot-freeYES ✔️

Thank you.

 2 years ago 

onek sondor hoyce vai,

🙄🙄

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60935.14
ETH 2365.47
USDT 1.00
SBD 2.55