In the afternoon I traveled to some places in my city and in that case it was my evening

in Steem-Travelers2 years ago


ENGLISH



PHOTOGRAPHY



Hello friends, I hope everyone is well. Today I will present to you a travel story from my Bogra city. I went from one end of the city to the other. The afternoon passed and the evening passed. But I was able to collect a few pictures. I have come to present a beautiful story among you. So now I am presenting every small description with pictures below.

20220422_180550.jpg

First of all, I have come to write among you about the Nawabbari turn of Bogra city. Here you will see a few Fuchka shops in the picture. The shops are side by side and the Fuchs shops are not crowded at present. Because now people will come here after Iftar during Ramadan and Fuchka shop will be opened. Just then the jamjamat can be seen. And Fuchka will be sold.

20220422_175023.jpg

Next to them was a museum park. Currently the museum park has been demolished and a company has built many large shopping malls there. The name of this shopping mall is Rana Plaza. Rana Plaza has a few show shops and is currently completed from the ground floor to the sixth floor. But soon the whole building will be completed.

20220422_174706.jpg

Walking down the street, I came to the front of the Circuit House and in front of the Judge's Court. After coming in front of the judge court, I saw a genji showroom here. The name of this showroom is Easy. Flower pants and Punjabi with genji are available here. Only boys' clothes are being sold. The crowded Eid market in the showroom is crowded with people.

20220422_191857.jpg

20220422_191132.jpg

Walking down the road, I came to Jaleswaritala Romena Afaz Road and there are many more showrooms. Where clothes are sold. There are separate showrooms for women and separate showrooms for men. I will present pictures of two showrooms here.

20220422_192130.jpg

After crossing the Jaleswaritala area, I moved to Satmatha, the heart of Bogra city. There is a roundabout in Satmatha and in the roundabout there are pictures of seven people who were martyred during the liberation war of Bangladesh. Where there is beautiful lighting. You can see that scene in the picture. And my journey ended through these seven heads. The evening came down and I had to return home.

I hope you like my travel story. I will be with you again later with a new travel story. Stay well everyone stay healthy. Assalamu Alaikum.



বাংলা



ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি আজকে আমার বগুড়া শহর থেকে একটি ভ্রমণ গল্প উপস্থাপন করব। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছি বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। কিন্তু আমি কয়েকটি ছবি সংগ্রহ করতে পেরেছি। আপনাদের মাঝে সুন্দর একটি গল্প উপস্থাপন করতে এসেছি। তাহলে আমি এখন নিচে ছবিসহ প্রত্যেকটা ছোট্ট ডিসক্রিপশন উপস্থাপন করতেছি।

20220422_180550.jpg

প্রথমে আমি আপনাদের মাঝে বগুড়া শহরের নবাববাড়ি মোড় সম্পর্কে লিখতে এসেছি। এখানে আপনারা ছবিতে কয়েকটি ফুচকার দোকান দেখতে পাবেন। দোকানগুলো পাশাপাশি রয়েছে এবং ফুচকার দোকানে বর্তমানে ভিড় দেখা যাচ্ছে না। কারণ এখন রোজার সময় ইফতারের পর এখানে মানুষজন আসবে এবং ফুচকার দোকান চালু করা হবে। ঠিক তখন জমজমাট দেখা যাবে। এবং ফুচকা বিক্রয় করা হবে।

20220422_175023.jpg

এগুলার পাশে একটি মিউজিয়াম পার্ক ছিল। বর্তমানে মিউজিয়াম পার্কটি ধ্বংস করা হয়েছে এবং সেখানে একটি কোম্পানি অনেক বড় শপিং মল তৈরি করেছে। এই শপিং মলের নাম রানা প্লাজা। রানা প্লাজায় কয়েক শো দোকান আছে এবং নিচ থেকে ছয় তলা পর্যন্ত বর্তমানে কমপ্লিট করা আছে। তবে খুব শীঘ্রই পুরো ভবনটি কমপ্লিট করা হবে।

20220422_174706.jpg

রাস্তা দিয়ে চলতে চলতে আমি সার্কিট হাউসের সামনে দিয়ে জজকোর্টের সামনে চলে আসলাম। জজকোর্টের সামনে আসার পরে এখানে দেখতে পেলাম একটি গেঞ্জির শোরুম। এই শোরুম এর নাম ইজি। এখানে গেঞ্জি সহ ফুল প্যান্ট এবং পাঞ্জাবি পাওয়া যায়। শুধু মাত্র ছেলেদের পোশাক বিক্রি করা হচ্ছে। শোরুমের মধ্যে অনেক মানুষের ভীড় ঈদের মার্কেট তারা জমিয়ে চালিয়ে যাচ্ছে।

20220422_191857.jpg

20220422_191132.jpg

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়কে এবং সেখানে অনেক বেশি শোরুম রয়েছে। যেখানে কাপড় বিক্রি করেছে। মহিলাদের আলাদা শোরুম ও পুরুষদের আলাদা শোরুম রয়েছে। আমি এখানে দুইটি শোরুম এর ছবি উপস্থাপন করব।

20220422_192130.jpg

জলেশ্বরীতলা এলাকা অতিক্রম করার পর আমি চলে আসলাম বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। সাতমাথায় একটি গোল চত্বর রয়েছে এবং গোলচত্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া সাতজনের ছবি রয়েছে। যেখানে সুন্দর করে লাইটিং করা রয়েছে। ছবিতে আপনারা সেই দৃশ্যটি দেখতে পাবেন। আর এই সাতমাথার মধ্য দিয়ে আমার ভ্রমন শেষ হলো। সন্ধ্যা নেমে আসলো আমাকে বাসায় ফিরতে হবে।

আশা করি আমার ভ্রমণ গল্প আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার নতুন কোন ভ্রমণ গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Sort:  
 2 years ago 

Lampu-lampu pada malam harinya indah dan semarak

thank you

 2 years ago 

Hi friend.

Plagiarism-freeYES ✔️
#steemexclusiveYES ✔️
#club5050NO ❌
Verified userYES ✔️
Bot-freeYES ✔️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62915.59
ETH 2542.92
USDT 1.00
SBD 2.63