A small adventure in Momo Inn Park

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



I came to you with a small adventure in Momo Inn Park. A few days ago I came to visit this park. I have presented that travel story among you. And today I will present to you the entrance of this five star hotel. The surrounding environments.

Presenting this story, I took part in the Micro Adventure Contest among you and I will invite three friends to take part in this contest. I know they will follow my invitation to the contest @ariful2 @marufa1 @farid21.

20220412_142541.jpg

When I entered through Momo In Park. You have to go to Eco Park by the road to enter the five star hotel. At first I was fascinated by the way the streets were so beautiful and clean. It looks like a sack that encloses with a drawstring. But it is not a tall building. It is a car parking garage where car micro and motorcycle parking is done.

20220412_142551.jpg

Then there is a small road on the other side of the road. Where people can walk. There are a few flower tubs out there. The tubs are very beautiful made of cement. These are white in color. Trees will be planted here in a few days. This is how I presented the picture of this tub to you.

20220412_142605.jpg

To enter a five star hotel you have to pay 500 Bangladeshi rupees. That's why I didn't enter there. Because what do I do when I go inside? I didn't have any money so I left for Eco Park. The ecopark is about half a kilometer away.

20220412_142616.jpg

20220412_142617.jpg

There are a few coconut trees on the side of the road. There is a pond next to it. I took some pictures of the beautiful road and wrote a short adventure among you about the pond.

20220412_142631.jpg

This time I proceeded directly from the road of this hotel towards the road of Ecopark. Just before the corner of the road, I noticed a signboard in the distance. It has entertainment arrowheads and two arrow marks in the vicinity. You can follow the two roads in Ecopark if you want.

20220412_142753.jpg

From there we headed straight down the road to enter Echo Park. Here it is seen that the workers are working with some stones and machines. Recently a building will be constructed here and this TMSS authority has many buildings in Bangladesh. Buildings that are used for official purposes.

20220412_143024.jpg

20220412_143026.jpg

This micro adventure was very important to me today. Here I am at Momo Inn Park. Traveling around the Momo Inn Hotel, I was able to see the streets in a clean and tidy way and present to you a short travel story. I hope you like my story. If you want to hear the story from me later, you must follow me and stay by my side. Thanks everyone stay well stay healthy. Assalamu Alaikum.



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



মোমো ইন পার্কে একটি ছোট্ট অ্যাডভেঞ্চার নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে আমি এই পার্কে ভ্রমণ করতে এসেছিলাম। আপনাদের মাঝে সেই ভ্রমণ গল্প আমি উপস্থাপন করেছি। এবং আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো এই ফাইভ স্টার হোটেলের প্রবেশপথ। আশেপাশের পরিবেশ সমূহ।

এই গল্পটি উপস্থাপন করে আমি আপনাদের মাঝে মাইক্রো অ্যাডভেঞ্চার কন্টেষ্টে অংশগ্রহণ গ্রহণ করলাম এবং এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাবো। আমি জানি তারা আমার আমন্ত্রণে কনটেস্টে অনুসরণ করবে @ariful2 @marufa1 @farid21

20220412_142541.jpg

আমি যখন মোমো ইন পার্ক দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম। ফাইভ স্টার হোটেলে প্রবেশ করার রাস্তা দিয়ে ইকো পার্কে যেতে হয়। প্রথমেই রাস্তায় খুব সুন্দর চমৎকার পরিষ্কার-পরিচ্ছন্ন তা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানেই রাস্তার পাশে একটি উঁচু ভবনের মতন দেখা যাচ্ছে। কিন্তু এটা উঁচু ভবন নয়। এটা একটা গাড়ি রাখার গ্যারেজ সেখানে কার মাইক্রো এবং মোটরসাইকেল পার্কিং করা হয়।

20220412_142551.jpg

তারপর রাস্তার অপর পাশে একটি ছোট্ট রাস্তা আছে। যেখান দিয়ে মানুষজন পায়ে হেঁটে চলাচল করতে পারবে। সেখানে কয়েকটি ফুলের টব রাখা আছে। টব গুলো সিমেন্ট দিয়ে তৈরি করা খুবই সুন্দর। এগুলো দেখতে সাদা রংয়ের। কয়েকদিনের মধ্যে এখানে গাছ রোপন করা হবে। আমি এই টবের ছবি আপনাদের মাঝে এভাবে উপস্থাপন করেছিলাম।

20220412_142605.jpg

ফাইভ স্টার হোটেলে প্রবেশ করতে 500 টাকা বাংলাদেশী টাকা গুনতে হয়। এজন্য আমি সেখানে প্রবেশ করি নি। কারণ আমি ভিতরে গিয়ে কী করবো? আমার কাছে অর্থ ছিল না তাই আমি সেখান থেকেই ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে ইকোপার্ক প্রায় হাফ কিলোমিটার দূরে অবস্থিত।

20220412_142616.jpg

20220412_142617.jpg

সেখানে রাস্তার পাশে কয়েকটি নারকেলের গাছ আছে। তার পাশে একটি পুকুর আছে আমি দেখতে খুবই সুন্দর রাস্তাটির ছবি কয়েকটি তুলেছি এবং পুকুর সম্পর্কে আপনাদের মাঝে একটি ছোট অ্যাডভেঞ্চার লিখেছিলাম।

20220412_142631.jpg

এবার আমি এই হোটেলের রাস্তা থেকে সরাসরি ইকোপার্কের রাস্তার দিকে এগিয়ে গেলাম। রাস্তার মোড়ে যাওয়ার আগেই আমি দূরে একটি সাইনবোর্ড লাগানো আছে লক্ষ করলাম। সেখানে লেখা আছে বিনোদন জগত গামী এবং আশেপাশের দুইটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। আপনি চাইলে ইকোপার্কে দুইটা রাস্তা অনুসরণ করে যেতে পারেন।

20220412_142753.jpg

সেখান থেকে সরাসরি আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করার জন্য রাস্তা দিয়ে যেতে লাগলাম। এখানে দেখা যাচ্ছে কিছু পাথর এবং মেশিন দিয়ে শ্রমিকেরা কাজ করছে। সম্প্রতি এখানে কোনো ভবন তৈরি করা হবে এবং এই টিএমএসএস কর্তৃপক্ষের বাংলাদেশে অনেক ভবন রয়েছে। যে সকল ভবন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়।

20220412_143024.jpg

20220412_143026.jpg

আমি আজকে এই মাইক্রো অ্যাডভেঞ্চার আমার অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমি মোমো ইন পার্কে এসেছি। মোমো ইন হোটেল এর আশেপাশে ভ্রমণ করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পেরেছি এবং আপনাদের মাঝে ছোট্ট একটি ভ্রমণ গল্প উপস্থাপন করতে পেরেছি। আশা করি আমার গল্পটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আমার কাছ থেকে গল্প শুনতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56002.99
ETH 2458.17
USDT 1.00
SBD 2.28