A short trip and adventure with Dad

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



Hello friends, I hope you are all well. I will present to you today. On the day of Eid, I came with my father to write about a small motorcycle adventure and with it I will show you about a big pond in one of the largest five star hotels in Bogra city and about the road and its environment. Today I have come to write among you. Through the pictures I will try to explain to you how much our Bogra city has improved at present. The five star hotel here has a very beautiful pond and ecopark built by the business people of Bogra city.

blue_modern_discover_sea_photo_collage_1_.png

It had been raining heavily since the morning of Eid. So we could not leave the house in the morning. Suddenly in the afternoon my father returned home from the office. Our office is also open on Eid day. Because it's a clinic. And there are many patients in the clinic. So my dad takes care of it there. Dad came home and asked me if I was going anywhere. I answered his question and said yes we will go to Momo Inn Park in Bogra city. My father said ok let's go to Momo in two motorcycles.

20220403_155139.jpg

The Karatoya River flows behind the Momo In Five Star Hotel in Bogra. The hotel was built on the banks of the traditional Karatoya River by the hotel owner, Momo Inn Park, and the park was crowded. So we traveled to this pond. This pond is located next to the restaurant. But after this pond is located Eco Park. We first went for a walk in the pond and from here we went to Eco Park. When I saw that there are more people in the ecopark. So we came back to the pond and traveled around the pond would be nice. I took pictures of the road and took pictures of the pond. I saw some beautiful fish moving in the water. My father was standing next to me and I was enjoying this trip.

20220403_155137.jpg

It is written on the signboard here, don't throw anything in the water in our Bengali language. Because if any dirty thing is thrown in the water, the water in the pond can be wasted. The fish may die. That is why the signboard is written. Very sensitive authority.

20220403_155128.jpg

There are coconut trees around the pond. Those trees look like palm trees. The hotel owner has created a very beautiful environment.

20220403_155122.jpg

There is also a beautiful railing around the pond. Which are made of iron. With this railing is held in the form of a boundary next to the pond. The pond has moved from the inside of the hotel to the outside of the hotel. So it is a very big pond. There are lots of fish in the pond. That fish is much nicer and bigger to look at.

20220403_155038.jpg

A dirty drain is running along the side of the pond. On top of which a very large slap has been made. So that the water inside cannot be seen and no odor inside can enter outside. You will see a very clear road while walking along the road. Because some people have been deployed to clear this road. Who keep the streets clean and tidy every morning.

20220403_155033.jpg

20220403_155031.jpg

There are some beautiful tubs made of bricks and cement on the side of the road. In which the soil is given. Trees will be planted in this tub. The tree has not yet been planted as the tub has been made soon.

20220403_155028.jpg

There are many big black-crowned flowering trees along the road. Those trees have not grown much yet. Occasionally there are beautiful Krishnacura flowers in these old trees. However, when the trees grow, the flowers will grow, then it will look more philosophical.

20220403_155026.jpg

I shared a short travel story and motorcycle adventure with my father. Mistakes must be forgiven. Later on, I will always be with you with any new story or content. Everyone will be fine and healthy. Assalamu Alaikum.

I have participated in a beautiful contest among you and I invite three friends to participate in this contest @farid21 @rabibulhasan71 @marufa1



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব। ঈদের দিনে আমার বাবার সঙ্গে ছোট্ট একটি মোটরসাইকেল অ্যাডভেঞ্চার সম্পর্কে লিখতে এসেছি এবং তারই সঙ্গে আমি আপনাদের দেখাবো বগুড়া শহরের সবচেয়ে বড় একটি ফাইভ স্টার হোটেলে বড় একটি পুকুর রয়েছে এবং পুকুরের পাশ দিয়ে রাস্তাঘাট আর তার পরিবেশ সম্পর্কে। আপনাদের মাঝে আজকে আমি লিখতে এসেছি। ছবি গুলোর মাধ্যমে আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করবো আমাদের বগুড়া শহর বর্তমানে কতটা উন্নত হয়েছে। এখানে ফাইভ স্টার হোটেল খুব সুন্দর সুন্দর পুকুর এবং ইকোপার্ক তৈরি করে রেখেছেন বগুড়া শহরের ব্যবসায়ী মানুষেরা।

blue_modern_discover_sea_photo_collage_1_.png

ঈদের দিন সকাল থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তাই আমরা সকাল বেলা বাসা থেকে বের হতে পারিনি। হঠাৎ বিকেলবেলা আমার বাবা অফিস থেকে বাসায় ফিরল। আমাদের অফিস ঈদের দিনও চালু থাকে। কারণ এটা একটা ক্লিনিক। আর ক্লিনিকে অনেক রোগি রয়েছেন। তাই আমার বাবা সেখানে দেখাশোনা করে। বাবা আমাকে বাসায় এসে জিজ্ঞাসা করল তুমি কি কোথাও বেড়াতে যাবে? আমি তার প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ চলো আমরা বগুড়া শহরের মোমো ইন পার্কে যাব। আমার বাবা বলল ঠিক আছে চলো আমরা দুজন মোটরসাইকেল দিয়ে মোমো ইন যাব।

20220403_155139.jpg

বগুড়া শহরে মোমো ইন ফাইভ স্টার হোটেলের পিছনে বগুড়া শহরের করতোয়া নদী বয়ে চলেছে। ঐতিহ্যবাহী এই করতোয়া নদীর পাশে তৈরি করে রেখেছেন এই হোটেল মালিক কর্তৃপক্ষ মোমো ইন পার্ক এবং পার্কে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তাই আমরা এই পুকুরে ভ্রমণ করেছি। এই পুকুরটি রেস্টুরেন্টের পাশে অবস্থিত। কিন্তু এই পুকুরের পরে ইকো পার্ক অবস্থিত। আমরা প্রথমে পুকুরে ভ্রমণ করতে গিয়েছি এখান থেকে ইকো পার্কে গিয়েছি। যখন দেখলাম ইকোপার্কে মানুষ বেশি রয়েছে। তাই আমরা পুনরায় পুকুরে আসলাম এবং পুকুরের চারপাশে ভালো হবে ভ্রমণ করলাম। রাস্তার ছবি তুললাম পুকুরের ছবি তুললাম। সুন্দর কিছু মাছ দেখতে পেলাম পানিতে নড়াচড়া করছে। আমার বাবা সেখানে পাশে দাঁড়িয়েছিলেন আর আমি এই ভ্রমণ উপভোগ করছিলাম।

20220403_155137.jpg

এখানে সাইনবোর্ডে লেখা আছে আমাদের বাংলা ভাষায় পানিতে কিছু ফেলবেন না। কারণ পানির মধ্যে যদি নোংরা কোন জিনিস পত্র ফেলা হয় পুকুরে পানি নষ্ট হতে পারে। মাছ মারা যেতে পারে। সেই কারণে সাইনবোর্ড লেখা আছে। খুব সেনসিটিভ কর্তৃপক্ষ।

20220403_155128.jpg

পুকুরের চারপাশে নারকেল গাছ রয়েছে। সেই গাছগুলো দেখতে পাম গাছের মতো। খুব সুন্দর একটি পরিবেশ তৈরী করে রেখেছেন এই হোটেল মালিক কর্তৃপক্ষ।

20220403_155122.jpg

এছাড়া পুকুরের চারপাশে একটি সুন্দর রেলিং তৈরি করা আছে। যেগুলো লোহা দিয়ে তৈরি করা। এই রেলিং দিয়ে একটি বাউন্ডারি আকারে ধারণ করা আছে পুকুর পাশে। পুকুরটি হোটেলের ভেতর থেকে হোটেলের বাহিরে পর্যন্ত চলে এসেছে। তাই এটা অনেক বড় একটি পুকুর। পুকুরের মধ্যে প্রচুর মাছ রয়েছে। যে মাছ দেখতে অনেক সুন্দর এবং বড়।

20220403_155038.jpg

পুকুরের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নোংরা ড্রেন। যার উপরে অনেক বড় একটি স্লাপ তৈরি করা আছে। যেন ভেতরের পানি দেখা না যায় এবং ভেতরের কোনো দুর্গন্ধ বাহিরে না প্রবেশ করে। রাস্তা দিয়ে চলাচল করার সময় খুব পরিষ্কার রাস্তাটি আপনারা দেখতে পাবেন। কারণ এ রাস্তাটি পরিষ্কার করার জন্য কয়েকজন মানুষ মোতায়েন করা রয়েছে। যারা প্রত্যেক দিন সকালবেলা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে।

20220403_155033.jpg

20220403_155031.jpg

রাস্তার পাশে ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি করা আছে সুন্দর কিছু টব। যার মধ্যে মাটি দেওয়া রয়েছে। এই টবে গাছ লাগানো হবে। খুব শীঘ্রই টব তৈরি করা হয়েছে বলে এখনো গাছ রোপন করা হয়নি।

20220403_155028.jpg

রাস্তার পাশ দিয়ে অনেক বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। সেই গাছগুলো এখনো বেশি বড় হয়নি। কয়েকবছর যাবৎ পুরনো এই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল মাঝেমধ্যে ধরতে দেখা যাচ্ছে। তবে গাছগুলো বড় হলে ফুলগুলো বৃদ্ধি পাবে তখন দেখতে আরও দার্শনিক মনে হবে।

20220403_155026.jpg

আমার বাবার সঙ্গে ছোট্ট একটি ভ্রমণ গল্প এবং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার নিত্য নতুন কোন গল্প বা কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

আপনাদের মাঝে সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করেছি এবং এ কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আমি তিনজন বন্ধুকে ইনভাইট জানাচ্ছি @farid21 @rabibulhasan71 @marufa1

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Sort:  
 2 years ago 
Plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
Verified userYES
Bot-freeYES

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68734.33
ETH 3745.98
USDT 1.00
SBD 3.72