ডালের বড়া তৈরি রেসিপি।

in CCSlast year

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছেন। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ডালের বড়া তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230826_090843.jpg

ডালের বড়া তৈরি রেসিপি।
উপকরণ -
১।ডাল
২।হলুদ গুঁড়া
৩।পিঁয়াজ রসুন
৪।কাঁচা মরিচ
৫।লবণ
৬।তেল

ধাপ-১
IMG_20230826_070226.jpg

প্রথমে ডাল কিছু সময় ভিজে নিয়ে তা বেটে নিতে হবে।
বাটার মধ্যে পিয়াজ রসুন ও কাঁচা মরিচ এক সাথে বেটে দিতে হবে। তারপর ডাল বাটার মধ্যে হলুদ গুঁড়া পিঁয়াজ কুচি ও লবণ দিতে হবে।

ধাপ-২
IMG_20230826_070349.jpg

সব কিছু দেওয়া হয়ে গেলে তা ভালো করে মাখিয়ে নিতে হবে।

ধাপ-৩
IMG_20230826_070933.jpg

IMG_20230822_180801.jpg

IMG_20230822_180705.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। এরপর মাখিয়ে রাখা ডাল গরম তেলে ছাড়তে হবে।

ধাপ-৪
IMG_20230826_072022.jpg

তারপর উল্টে পালটে ভেজে তুলে নিতে হবে ।

ধাপ-৫
IMG_20230826_090843.jpg

এভাবেই খুব সহজেই তৈরি করতে পারবেন। ডালের বড়া তৈরি রেসিপি। আশা করি আপনারা সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58363.73
ETH 2484.43
USDT 1.00
SBD 2.39