Refreshing afternoon with a cup of tea
"চা" অতি জনপ্রিয় পানীয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষ চা পান করতে পছন্দ করেন। এক কাপ চা এর উপস্থিতিতে যে কোন আড্ডায় প্রাণ ফিরে আসে। আমাদের দেশে চা এর যোগান আসে মূলত সিলেট এবং পঞ্চগড় থেকে। এই দুই অঞ্চলের চা বাগান বিখ্যাত এবং অনেক পর্যটকরাও চা বাগান দেখতে সিলেট কিংবা পঞ্চগড় ভ্রমণ করেন। আমি যখন স্কুলে পড়তাম, তখন একবার পঞ্চগড় চা বাগান ভ্রমণ করার সুযোগ হয়েছিল। এরপর আর কোনো চা বাগান ভ্রমণ করা হয়নি। চা পান করতে করতে বন্ধুদের সাথে কত যে মজার গল্প করেছি তা বলে শেষ করা যাবে না, চা পান করার অনেক মধুর স্মৃতি আছে জীবনে, যা সর্বদাই অমলীন হয়ে থাকবে।
"Tea" is very popular drink. Most people in our country like to drink tea. The presence of a cup of tea brings life to any chat. The supply of tea in our country comes mainly from Sylhet and Panchagarh. The tea gardens of these two regions are famous and many tourists also travel to Sylhet or Panchagarh to see the tea gardens. When I was in school, I once had an opportunity to visit Panchagarh tea plantations. After that no more tea garden tour was done. The funny stories I have shared with friends while drinking tea cannot be overstated, there are many sweet memories of drinking tea in life, which will always be cherished.
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.