মহাযুগ বা যুগচক্র

in Steem4Bloggers2 months ago (edited)

1000006466.jpgDeviantart

সকল সদস্যদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

কাল ও কলিযুগ কি? দেব বছর কি? দূর্গা বোধন কি? মহাকাল কি?

মহাকাল আদি ও অনন্ত। এর কোন বিনাশ নেই। আমাদের এই মহাজাগতিক বা মহাবিশ্বের যে ক্রমাগত সম্প্রসারণ এক সময় আবার একটি বিন্দুতে লয় হয়ে নতুন আলো ও মহাবিশ্বের সৃষ্টি হয় তার নাম হচ্ছে প্রলয়। এই সৃষ্টি ও প্রলয় এর সময় চক্র হচ্ছে চারটি যুগে সত্য, ত্রেতা, দ্বাপর এবং সর্বশেষে কলি যুগ সম্পন্ন হয়। এই প্রতিটি যুগের সময় পূর্ববর্তী যুগের একচতুর্থাংশ করে হ্রাস পায়। মানুষের আয়ু সত্য যুগে হয় ৪০০ বছর, ত্রেতা যুগে ৩০০ বছর, দ্বাপর যুগে ২০০ বছর এবং কলি যুগে ১০০ বছর।

আবার প্রতিটি যুগের সময় কাল যথাক্রমে সত্য যুগের সময় ৪০০০ দৈব বছর, ক্রেতা যুগের সময় ৩০০০ দৈব বছর, দ্বাপর যুগের সময় ২০০০ দৈব বছর, কলি যুগের সময় ১০০০ দৈব বছর।

1000006467.jpgWikimedia

মানুষের এক বছর সময় হচ্ছে দৈবের এক দিন। তাই দৈব অর্ধেক দিন আমাদের ছয় মাসের সমান। মানুষের সময়ের হিসেবে দেব দেবাদী ছয় মাস ঘুমায়। তাই আমরা বছরে একবার দূর্গা কে বোধন করে পূজা করার জন্য জাগিয়ে তুলি।

যুগদৈব বছরমনুষ্য বছর
সত্য যুগ40001460000
ত্রেতা30001095000
দ্বাপর20007310000
কলি1000365000
মোট100003650000

হিন্দুশাস্ত্রে জ্যোতির্গননা অনুযায়ী একটি সংশোধনী গুণিতক ১.১৮ প্রয়োগ করলে মোটসময়কাল ৪৩,২০,০০০। এই সময় কালে সমস্ত গ্রহ নক্ষত্র মোট দশ বার মিলিত হয়। দশম ও শেষ বারের মিলনকে মহামিলন বলে এবং অন্তবর্তীকালীন মিলনকে গৌনমিলন বলা হয়। এই সময় গ্রহ নক্ষত্র একি সরলরেখায় না থাকলেও কাছাকাছি আসে। এই অন্তবর্তীকালীন মিলনের সময়কাল ৪৩,২০,০০০ একদশমাংশ মানে কলি যুগের সময়কাল ৪৩,২০,০০, এর দ্বিগুন, তিনগুণ, চারগুণ যথাক্রমে ক্রেতা, দ্বাপর ও সত্য যুগের সময়কাল।

1000006461.jpgউইকিপিডিয়া

মহামিলন সন্ধিক্ষণের অনেক মিল পাওয়া যায় ব্লেকহোল ও আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং (মহাবিস্ফোরণ থিওরির) সঙ্গে।

আপনাদের কিছু তথ্য পরিবেশন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97111.20
ETH 3382.29
USDT 1.00
SBD 3.20