The diary game 05/06/2024 | | একটি ব্যস্তময় দিন

in Steem4Bloggerslast year

20240606_184955.jpg

Thumbnail photo Edite From pixelLab
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

আমার প্রিয় স্টিমিট এর বন্ধুরা আশা করছি করুণাময় আল্লাহপাকের দয়ায় ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে আমার গতকাল 05-06-24 এর একটা নতুন ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি।
আশা করছি আমার ডায়েরি আপনার ভালো না লাগলেও খারাপ লাগবেনা ইনশাআল্লাহ।

আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ডায়েরি গেমে

গতকাল সকাল ৮ঃ৩০ মিনিটে আমাদের মাদ্রাসার অর্ধবার্ষিক পরিক্ষার মিটিং ছিলো যথা সময়ে মিটিং এটেন্ড করলাম।
মিটিংয়ে দিকনির্দেশনা মূলক কথা বললেন আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার।

IMG_20240605_093848.jpg

মিটিং টাইম

মিটিংয়ের ফাকে একটা ছবি উঠিয়ে নিলাম,কারণ আগে থেকে পরিকল্পনা ছিলো আমি আমার স্টিমিট বন্ধুদের জন্য ডায়েরি লিখবো।

IMG_20240605_093901.jpg

মিটিং শেষ করে রওনা দিলাম চুল কাটার জন্য,চুল গুলো অনেক বড় হয়েছিলো, আর এদিকে ব্যস্ততা আমাকে এমন ভাবে গ্রাস করেছিলো যে আমি চুল কাটার সময়ই পাচ্ছিলাম না।ব্যস্ততায় যে একমাত্র কারণ সেটাও না,আমি নিজেই খুব অলস প্রকৃতির।

সমস্ত ব্যস্ততা,ও অলসতাকে পাশে রেখে গতকাল চুল কাটার জন্য বের হলাম,কারণ ০৬-০৬-২৪ আমার পরিক্ষা নেওয়ার জন্য অন্য মাদ্রাসায় যাওয়ার কথা ছিলো।

IMG_20240605_104733.jpg

IMG_20240605_104747.jpg

রিক্সায় যাওয়ার সময়

কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নাপিতের কাছে,গিয়ে দেখলাম অন্যজন চুল কাটছে উনার কাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।

IMG_20240605_110248.jpg

চুল কাটার আগে এলোমেলো আমি

উনার চুল কাটা হলে আমি বসলাম,নাপিত ভাই কে বলে দিলাম ছোট করে চুল কাটতে,উনিও চুল কাটা শুরু করে দিলো।

IMG_20240605_112428.jpg

চুল কাটার মাঝে

কিছুক্ষণের মধ্যেই আমার চুল কাটা হয়ে গেলো, চুল কাটার পর অনেক শান্তি অনুভব করছিলাম, মনে হচ্ছিলো মাথা থেকে সুন্দরবন এর জঙ্গল ফেলে দিলাম।

IMG_20240605_113855.jpg

চুল কাটার পর

সেলুন থেকে বেড়িয়ে পড়লাম,তারপর মনে হলো হালকা করে কিছু খাইদাই করি,খাওয়ার জন্য হোটেলে প্রবেশ করলাম।হোটেলে অনেক খাবারই ছিলো, তবে আমি যেহেতু হালকা নাস্তা করবো সেজন্য পুড়ি ও ডাল নিলাম।

IMG_20240605_114507.jpg

খাওয়ার মাঝে

খাওয়া শেষে ফিরে আসলাম আবারও মাদ্রাসায়, মাদ্রাসায় এসেই ছাত্রদের পর্যবেক্ষণ করলাম, তারপর গোসল করার জন্য ওয়াশরুম গেলাম।গোসল সেড়ে সুয়ে সুয়ে স্টিমিট এর সবার পোস্ট দেখলাম,পোস্ট থেকে জ্ঞান অর্জন করছি,যেহেতু আমি নতুন।

এই ছিলো আমার গতকালের ছোট্ট ডায়েরি আশা করছি আপনাদের ভালো লেগেছে

সকলের সুস্বাস্থ্য কামনার মাধ্যমে আজকের মত এখানেই শেষ করছি আপনাদের দোয়ায় সাথে রাখবেন এই প্রত্যাশা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

Sort:  
 last year 
Loading...
 last year 

মাশাল্লাহ, অসাধারণ একটা ব্যাস্তময় দিন উপভোগ করেছেন। দিনের শুরু থেকে আপনার লাস্ট সময় পর্যন্ত অত্যান্ত সুন্দর ভাবে পোস্ট টি লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় ভাই

 last year 

অনেক অনেক শুকরিয়া ভাই,আমার পুরো আর্টিকেল ধৈর্য সহ পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111194.05
ETH 4324.70
SBD 0.84