Share your Eid Ul Adha 2024 plans

in Steem4Bloggerslast month

আসসালামু আলাইকুম প্রিয় স্টিমিয়ান্স;;;🙋‍♂️

আমি @habib35 #bangladesh থেকে

আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও পরম করুণাময় মহান রবের দয়ায় ভালো ও সুস্থ আছি।আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি #Steem4Bloggers এর পক্ষ থেকে @memamun ভাই কর্তৃক আয়োজিত একটা নতুন স্পেশাল কন্টেস্ট। কন্টেস্ট এর বিষয় হলো।

Share your Eid Ul Adha 2024 plans

সেলিব্রেশন করার জন্য।শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ।
তাহলে শুরু করা যাক

What do you understand about Eid-ul-Azha? tell us

ai-generated-8815892_1280.jpg
Source

Photo edite by pixelLab

ঈদ আরবী শব্দ যার অর্থ হচ্ছে আনন্দ,উল্লাস, তবে এই আনন্দ অবশ্যই আল্লাহর রাসুলের নিয়ম অনুপাতেই হতে হবে।আর ঈদুল আযহা বলতে আমি বুঝি আত্মত্যাগ, নিজের নফসের পশুত্ব কুরবানি করার মাধ্যমে দমিয়ে রাখা,আরও যেটা বুঝি তা হলো নিজের প্রিয় বস্তুকে একমাত্র আল্লাহর জন্য কুরবানী করা। যেমনটি করেছেন মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম আঃ। আর এই কুরবানী হলো ইবরাহীম আঃএর সুন্নত যে ঘটনা আমরা কম-বেশি সকলেই জানি।

ঈদুল আযহা বলতে আমি আরও যেটা বুঝি তা হলো আল্লাহ তায়ালা কর্তৃক মুসলমানদের মেহমানদারী করানো।ঈদুল আযহার দিনে মুসলমানগণ আল্লাহ তায়ালাকে রাজি খুশি করানোর জন্য কুরবানী করেন,আমরা কুরবানী করি একমাত্র আল্লাহর জন্যই,কিন্তু আল্লাহ তায়ালা আমাদের কুরবানীকৃত পশু থেকে না রক্ত নেন, না গোস্ত নেন কারণ এই গোস্ত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের মেহমানদারী করানোর উপঢৌকন,আর এজন্যই মুসলিমদের জন্য ঈদুল আযহার পরের তিনদিন রোজা রাখা হারাম করা হয়েছে।

👨‍👨‍👦‍👦 What is your plan of action on this Eid day?

images (9).jpeg
Source

ai-generated-8811153_1280 (1).webp
Source
ঈদের দিন আমার প্লান হলো,ফজরের নামাজ পড়ে বাসায় এসে আমাদের কুরবানীর পশুকে তৃপ্তি সহকারে খাওয়ানো,আমাদের সমাজে প্রচলন আছে ঈদের দিন কুরবানির জন্তুকে না খাওয়ানোর, তবে এটা সুন্নাহের পরিপন্থী।এরপর পশুকে সুন্দর করে গোসল করিয়ে দেওয়া,এরপর পরিবারের সবাইকে নিয়ে গোসল করা,গোসল শেষে খাবার না খেয়েই (ঈদুল আযহার দিন সকাল থেকে কিছু না খেয়ে কুরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া সুন্নাত)ঈদগাহে যাওয়ার জন্য নতুন পোশাক পরিধান করা,গায়ে আতর মাখা,এরপর পরিবারের সবাইকে সাধ্যমতো ঈদ সেলামি দিয়ে সবাইকে সাথে নিয়ে তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া,এগুলো হলো আমাদের রাসুল সাঃ আঃ এর সুন্নাহ।নামাজ শেষে তারাতাড়ি পারিবারিক গোরস্থানে এসে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা,তারপর নিজেদের কুরবানির পশুকে নিজেই কুরবানী করা,কুরবানী হয়ে গেলে নিজেদের জন্য কিছু গোস্ত রাখা অবশিষ্ট গোস্ত গরীব আত্মীয় স্বজনদের মাঝে ও দরিদ্র প্রতিবেশীদের মাঝে বন্টন করা।তারপর সবাইকে সাথে নিয়ে কুরবানির গোস্ত খাওয়া।

🐄 Are you sacrificing animals this Eid? What amount is being spent or will be?

images (10).jpeg
Source

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে কুরবানী করার মত তৌফিক দিয়েছেন তাই আমরা কুরবানী করতে সক্ষম এবছর,আমরা প্রতিবছর কুরবানী ঈদের পর পরই দুইটা বা তিনটা ছাগল কিনে রাখি সারাবছর ছাগল পালার পর আমরা কুরবানির সময় সে ছাগল কুরবানী করে থাকি,সেজন্য কুরবানির পশুর সঠিক মূল্য কি হবে তা জানা নেই।

🗣️ Share your advice on how to find out about your poor relatives this Eid

দরিদ্র আত্মীয় স্বজন সম্পর্কে জানার সবচেয়ে সহজ পদ্ধতি হলো,আত্মীয় স্বজনদের মাঝে খোঁজ খবর নেওয়া কে কুরবানী দিতে পারছে আর কে পারছেনা,যে কুরবানী করতে সক্ষম নয়,উনার দরিদ্রতা বোঝার জন্য এটাই যথেষ্ট বলে মনে করি।আমাদের উচিৎ হবে এই ঈদে আমরা যেন আমাদের দরিদ্র আত্মীয়-স্বজনদের না ভুলি।এই আনন্দ যেন আমরা তাদেএ মাঝেও ছড়িয়ে দিতে পারি সে ব্যাপারে সদা প্রস্তুত থাকা।

শেষ কথা

ঈদ মানে আনন্দ, তাই আমাদের লক্ষ রাখতে হবে আল্লাহ প্রদত্ত এই আনন্দকে আমরা যেন সবার মাঝে বিলিয়ে দিয়ে পারি,আমরা যেন আমাদের এই আনন্দ আমাদের দরিদ্র প্রতিবেশী ও দরিদ্র আত্মীয়দের মাঝে বিলিয়ে দিতে পারি।

সতর্কতা

ঈদে আমরা সাবধানে থাকবো,কেননা এই ঈদে আমাদের হাতে ছুরি, বটি,ইত্যাদি যন্ত্রপাতি থাকবে,সাবধানতার সাথে আমরা এগুলো ব্যবহার করবো।

Have a good and beautiful Eid, Amin
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার এই তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @nahidaislam @asifhasan @sahidfarabee
শুভেচ্ছান্তে

habib35

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67