Better life The diary game || 10-July2024 || সুন্দর একটি বিকেলে

in Steem4Bloggers3 days ago

اسلام عليكم و رحمةالله وبركاته


আমি @habib35 From #bangladesh

1000011155.jpg

আজকের কভার পিক

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,আশা করছি পরিবারের সবাইকে নিয়ে মহামহিম রবের মহিমায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও রহমতের সাগর রব্বুল আলামীন এর দয়ায় ভালো আছি।


আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ডায়েরি নিয়ে।আশা করবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ।


তাহলে আসুন শুরু করি

আপনারা যারা আমার আগের ডায়েরি পড়েছেন,তারা অবগত আছেন,আমাদের মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ চলছে,তাই আজকে সকালেও প্রশিক্ষণ এর জন্য আমরা গেলাম,প্রশিক্ষণ ফাঁকে সবাই আমার কাছে রিকুয়েষ্ট করলো একটা গজল গাওয়ার,তখন আমি একটা হামদে বারি তায়ালা গাইলাম।


1000009092.png

1000011139.jpg

গজল গাওয়ার শুরতে

আমাদের প্রশিক্ষণ শেষ করে,রুমে ফিরে আসলাম তারপর ঘুমিয়ে গেলাম,ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যুহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেলাম,খাবার খাওয়া শেষে,আমরা আম খেলাম।


1000009092.png

1000011151.jpg1000011154.jpg
আম খাওয়ার সময়

আম খাওয়া শেষ করে আমরা আছরের নামাজ পর বাহিরে যাওয়ার ইচ্ছে করলাম,আবদ্ধ ঘরে থাকতে থাকতে বাহিরে যাওয়ার তীব্র ইচ্ছে জাগছিলো।আমরা বাহিরে যাওয়ার সময় এক বাড়ির গেইটের সামনে একটা ফুল গাছ দেখতে পেলাম,ফুল গুলো অসম্ভব সুন্দর ছিলো তাই ফুলের ছবি উঠালাম,যাতে ফুলে সৌন্দর্য আপনারাও উপভোগ করতে পারেন।


1000009092.png

1000011155.jpg

সুন্দর ফুল ও আকাশ

আমরা প্রথমে মাঠে গেলাম,মাঠে যাওয়ার প্রথমে মাঠে যাওয়ার কারণ ছিলো,মাঠে পরিচিত কেউ থাকলে তাদের সাথে ক্রিকেট খেলবো,তবে মাঠে পরিচিত কেউ না থাকায় আর ক্রিকেট খেলাটা হলোনা,তাই আমরা হাটাহাটি করতে মাঠ পেরিয়ে বাজারে যাচ্ছিলাম,বাজারে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো একটি ঈদগাহ,ঈদগাহের মেম্বার অনেক সুন্দর দেখাচ্ছিলো তাই ছবি উঠিয়ে নিলাম।


1000009092.png

1000011168.jpg1000011169.jpg
ঈদগাহ মাঠ

ঈদগাহ মাঠ পেরিয়ে আমরা একটি ফুতপাতের দোকানে পৌছালাম,এই দোকানে গরম গরম অনেক ভালো সুস্বাদু তেলে ভাজা খাবার পাওয়া যায়,আমরা প্রথমে ১০ টাকার বারো ভাজা নিলাম,সত্যিই বারোভাজার স্বাদ অনেক বেশি ছিলো।


1000009092.png

1000011173.jpg

1000011170.jpg1000011174.jpg

1000011171.jpg

বারোভাজার দোকানে

বারোভাজা খাওয়া শেষ করে আবারও ১০০ গ্রাম ২০ টাকা দিয়ে পিয়াজু নিলাম ও আমি দ্বিতীয়বার বারোভাজা নিয়ে খেলাম,তারপর আমরা ওখানে থেকে ফিরতে লাগলাম,ফেরার পথে কাচাবাজার দিয়ে আমরা যাচ্ছিলাম,তাই কাচাবাজারের পিক উঠালাম।


1000009092.png

1000011178.jpg

এই ছোট্ট দোকানে বিভিন্ন প্রকারের ফল ছিলো,আমি শুধু দাম শুনলাম,কেনার ইচ্ছে আগে থেকেই ছিলোনা,বাজারের কাচা মালের ও ফলের দাম কেমন চলছে সেটাই শুধু জানার ইচ্ছে ছিলো।


1000009092.png

এরপর আমরা মাদ্রাসায় আসতে শুরু করলাম,বাজার থেকে বের হয়ে পান কিনলাম কিনে আমরা দু'জনে পান খেলাম,আমাদের সাথে আরেকজন যিনি ছিলেন তিনি পান খায়না তাই শুধু আমরাই পান খেলাম।


1000009092.png

এরপর আমরা পান চিবাইতে চিবাইতে অল্প সময়ের মধ্যেই মাদ্রাসায় চলে আসলাম,কারণ মাগরিবের নামাজ আমাদেএ মাদ্রাসায় ছাত্রদেএ নিয়ে আদায় করতে হয়।


1000009092.png

এই ছিলো আমার আজকের ডায়েরি যা আপনাদের সাথে শেয়ার করলাম,আশা করছি আমার ডায়েরি আপনাদের ভালো লেগেছে,শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45