Better life:- The diary game| 22 june-2024 আম বাগানে আম পারার মুহুর্ত

in Steem4Bloggers20 days ago (edited)

Hello everyone

আমি @habib35 From #bangladesh

আজ আমি আপনাদের সামনে আজকের ডায়েরি নিয়ে উপস্থিত হলাম,আমার ডায়েরি যেন আপনাদের ভালো লাগে সেদিকে লক্ষ্য রেখে লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ।

সকালে উঠে হালকা নাস্তা ও খাবার খেয়ে শ্বশুর এর বাগানে গেলাম আম পারতে,আমার শ্বশুর এর অনেক বড় বড় কয়েকটি বাগান আছে,আমাদের বাসায় আম পাঠানোর জন্য শ্বশুর আব্বু বাগান থেকে ইচ্ছে মত আম নিতে বলেছে,তাই খাওয়া শেষ করে রওনা দিলাম বাগানের দিকে।

বাগানে যাওয়ার সময়

1000008968.jpg

বাগানে যাওয়ার সময় একটা "মালতা" বাগানের সাথে দেখা মিললো,মালতা বাগান আমি আগে সরাসরি দেখিনি,দেখে খুব ভালো লাগলো,তাই সাথে সাথে কয়েকটি ছবি উঠিয়ে নিলাম।

মালতা'র বাগান
1000008971.jpg1000008974.jpg

মালতা খেতে যদিও আমার তেমন একটা ভালো লাগেনা,তবে বাগান দেখতে মাশাল্লাহ অসাধারণ লাগতেছিলো।কি সুন্দর এক চোখ ধাধানো মনমাতানো পরিবেশ আল্লাহু আকবার।


বাগানের যাওয়ার পথে চারপাশ শুধু বাগান আর বাগান,আর বাগানে আম গুলো তার পরিপূর্ণ সৌন্দর্যতা ছেড়ে দিয়ে ঝুলে আছে।

নাম না জানা আম
1000008976.jpg1000008977.jpg

আমের নাম অজানা, তবে এই আম অনেক বড় বড়,মোবাইলে যদিও ছোট মনে হচ্ছে তবে বাস্তবে অনেক বড়।

একটু সামনে যেতেই বারিফোর আমের একটি বিশাল বাগান,আমও ধরেছে আলহামদুলিল্লাহ অনেক।

বারিফোর আমের বিশাল বাগান

1000008982.jpg

1000008983.jpg

তারপর আমরা আমার শ্বশুর এর বাগানে পৌঁছে গেলাম,তারপর আম পারতে শুরু করলাম আমি ও আমার চাচা শ্বশুর।

আমি এন্ড চাচা শ্বশুর
1000008992.jpg1000008989.jpg

চাচা শ্বশুর এর সাথে এমন সখ্যতা দেখে অন্য কিছু ভাববেন না,উনি চাচা শ্বশুর হওয়ার আগে আমার অনেক ভালো বন্ধু ছিলেন,পরে এই সম্পর্ক আরও এগিয়ে এখন উনি আমার চাচাশ্বশুর+বন্ধু।

এরপর আমরা আম নামানো শুরু করে দিলাম,একটু পরেই আম নামানো শেষ হলো।

আম পারার সময়

1000008994.jpg

এভাবে আম জীবনের প্রথম উঠিয়েছি,হেব্বি লাগছিলো আম গুলো পারতে,সখে সখে আম পারছিলাম,অল্প সময়ের মধ্যেই আম পারা শেষ হলো।

আম পারা শেষ হলে আমরা আম গুলো ভ্যানে করে বাসায় নিয়ে চলে আসতে লাগলাম,আম গুলো বেশ বড় বড় ছিলো।

1000008999.jpg

এভাবেই আম পারা শেষ করে বাসায় চলে আসলাম।

1000008216.png

এই ছিলো আজকের ডায়েরি যা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে।

1000008228.png


ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ


Sort:  
Loading...

Hi, @habib35,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44