Better life the Dairy game|| 06 Aug 2024 || বিকেলের হাটাহাটি ও খাওয়া দাওয়া

in Steem4Bloggers23 days ago (edited)

اسلام عليكم و رحمةالله وبركاته


আমি @habib35 From #bangladesh

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,আশা করছি পরিবারের সবাইকে নিয়ে মহামহিম রবের মহিমায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও রহমতের সাগর রব্বুল আলামীন এর দয়ায় ভালো আছি।


আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ডায়েরি নিয়ে।আশা করবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ।

1000012124.jpg

আজকের কভার পিক
তাহলে চলুন দেরি না করে শুরু করি

সকালে ঘুম থেকে উঠে যথা নিয়মে ফজরের নামাজ, তারপর ক্লাসে বসে ক্লাস করলাম,ক্লাস চললো সকাল ৮টা পর্যন্ত,আটটায় ছুটি হলে সকালের খাবারের পর্ব শেষ করলাম,তারপর জানতে পারলাম আজকে আমাদের মাসিক মিটিং আছে,তাই রুমে একটু সুয়ে থেকে দেশের খবর দেখে নয়টার আগেই অফিসে চলে গেলাম মিটিং এর উদ্দেশ্যে,যথাসময়ে মিটিং শুরু হলো।


1000009092.png

1000012106.jpg

মিটিং টাইম

আমাদের এই মিটিং প্রতি মাসের শুরুতে হয়ে থাকে,মিটিংয়ের বিষয়বস্তু হলো,একমাসে একটি ছাত্রের কতটা অগ্রগতি হয়েছে,মিটিং শেষ করে রুমে আসলাম,এসেই সুয়ে পড়লাম,কারণ মিটিংয়ে আজ অনেক সময় চলে গিয়েছে,ঘুম থেকে উঠে গোসল সেড়ে,নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে ক্লাসে বসে ক্লাস করলাম বিকেল পর্যন্ত,বিকেলে আছরের নামাজ পড়ে আমরা আজকে বাহিরে যাওয়ার ইচ্ছে করলাম,সে উদ্দেশ্যে বাহিরে বের হলাম,বাহিরে বের হয়ে চোখের সামনে একটা বাড়ি পড়লো,বাড়িটা অনেক সুন্দর।সুন্দর হওয়ার কারণ নিচে বলছি।


1000009092.png

1000012116.jpg

সুন্দর বাড়িটি

এই বাড়ির সৌন্দর্য সামনে থাকা ফুল গাছের জন্য বেড়ে গিয়েছে,ফুল সবকিছুর সৌন্দর্য বাড়িয়ে দেয়,আর আমার কাছে ফুল অনেক পছন্দ,আমার বিশ্বাস স্টিমিট এর সকলের কাছেই ফুল অনেক পছন্দ।


1000009092.png

এরপর আমরা আবারও সামনে চলা শুরু করলাম,হাটতে হাটতে আমরা পৌঁছে গেলাম একটা শুকনো খাবারের দোকানে সামনে,ঝাল জাতীয় জিনিস আমার অনেক পছন্দের,তাই আমরা সবাই খাওয়ার ইচ্ছে করলাম,আর ১০০ গ্রাম পিয়াজুর অর্ডার এন্ড সিঙ্গারার অর্ডার করলাম।


1000009092.png

1000012121.jpg

1000012120.jpg

1000012122.jpg

রাস্তার পাশের দোকানে

1000012124.jpg

খাওয়ার সময়

পেয়াজুর নাম পেয়াজু রাখার কারণ হলো এখানে অনেক পরিমাণে পিয়াজ থাকে,তবে বর্তমানে পিয়াজের তুলনায় ডালই বেশি থাকে,তাই আমি স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানাচ্ছি যাতে করে পেয়াজুর নাম অতিশীঘ্রই পরিবর্তন করা হয়🫣🤭


1000009092.png

খাওয়া শেষ করে আমরা আবারও হাটতে শুরু করলাম,এবার আমরা একটা শপিং মলে গেলাম,আমার একটা পেস্ট কেনার প্রয়োজন ছিলো,আর আমার সহপাঠীর একটা শ্যাম্পু লাগবে ঢুকে গেলাম দোকানে।
1000009092.png

1000012127.jpg1000012126.jpg

দোকানে ঢুকে আমরা এই দুইটা জিনিসই শুধু ক্রয় করলাম,তবে এমন ভাবে দোকান দেখা শুরু করেছিলাম দোকানদার ভাই তো ভেবেছিলেন মনেহয় উনার দোকানের সব পণ্য আজকে আমরা কিনে নিবো।😁তবে বের হওয়ার সময় চকলেট নিলাম।


1000009092.png

1000012130.jpg1000012131.jpg
চকলেট

আলপিন চকলেট,এটা যখন ১ টাকা ছিলো তখন থেকেই খেতাম,আরও কিছুদিন আগে এর দাম ২টাকা ছিলো,আর এখন দাম হয়েছে ২টাকা চকলেট ৫টাকা।🥲


চকলেট আমি বেশিক্ষণ চুষতে পারিনা,একটুপরেই আমি চেবে খেয়ে নেয়,তবে আমার সহপাঠী চুষতে খুব ভালো পারে,আমার দুইটা চকলেট খাওয়া শেষ হওয়ার পরেও দেখি উনার চকলেট এখনো আছে,কিছুই শেষ হয়নি।😇


1000009092.png

তারপর আমরা আরেকটা দোকানে ঢুকলাম,পুরি খাওয়ার জন্য,এখানে পুরির দাম ৫টাকা করে,সাথে ডাল ফ্রি,আমরা এখানে একটা কারণে খেতে আসি,সেটা হলো এখানের ডাল অনেক সুস্বাদু।


1000009092.png

1000012135.jpg

পুরির দোকানে

খাওয়া দাওয়া,ও হাটাহাটি শেষ করে আমরা মাদ্রাসায় ফিরে এলাম,আসার একটুপরেই মাগরিবের আজান হলো,অজু করে নামাজ আদায় করে ক্লাসে বসে ক্লাস করলাম।
1000009092.png

আজকের মত আমার ডায়েরি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন,সবার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তায়ালা আপনাদের সকলকে সুস্থতার সাথে ভালো রাখুক আমিন

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ
Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59239.68
ETH 2525.24
USDT 1.00
SBD 2.50