Restoration Period (1660-1700)

in Bulls Mind2 years ago

Restoration শব্দের অর্থ রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ১৬৬০ সালে Commonwealth Period এর Rechard Cromwell এর পতনের পর England এর লোকেরা Caroline Period এর রাজা Charles-I (যাকে শিরশ্ছেদ করা হয়েছিল) এর ছেলে Charles-II (যিনি France এ পালিয়ে আত্মরক্ষা করেছিলেন) কে England এর সিংহাসনে বসান।

image.png

John Bunyan (1628-1688)

John Bunyan ছিলেন একজন ইংরেজ লেখক এবং ধর্মপ্রচারক। তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী রূপক সাহিত্য Pilgrim's Progress রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন। এছাড়াও তিনি আরো ষাটের অধিক সাহিত্যকর্ম রচনা করেন যার অধিকাংশই ধর্মীয় বক্তৃতা। ইংল্যান্ডের বেডফোর্ডের নিকটে এক গ্রামে জন্ম নেওয়া Bunyan মাত্র ষোল বছর বয়সে পার্লামেন্টারি সেনাবাহিনীতে যোগদান করে ইংল্যান্ডের গৃহযুদ্ধে তিন বছর কাটান। যুদ্ধ থেকে ফিরে এসে তিনি পিতা থেকে শেখা তৈজসপত্র নির্মাণের পেশায় প্রবেশ করেন। ধর্মের প্রতি Bunyan এর ঝোঁক আসে বিয়ের পর। তিনি বেফডফোর্ডের একটি প্রোট্যাস্টেন্ট | | খ্রিস্টান দলে যোগ দিয়ে ধর্মপ্রচারক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু কমনওয়েলথ শাসন | অবসানের পর রাজতন্ত্র পুনর্বহাল হবার পর তাঁকে কারাবরণ করতে হয়।

তিনি ধর্মপ্রচার বন্ধ করতে অস্বীকৃতি জানালে তাঁকে ১২ বছর জেলে থাকতে হয়। সেখানে বসেই তিনি আধ্যাত্মিক আত্মজীবনী Grace Abounding to the Chief of Sinners রচনা করেন। এছাড়াও তাঁর বিখ্যাত Pilgrim's Progress রচনা জেলে বসেই শুরু করেন যা পরে প্রকাশিত হয়। পরবর্তীতে আরো কয়েকবার অল্প সময়ের জন্য কারাবাস করতে হলেও একজন সফল লেখক ও ধর্মপ্রচারক হিসেবে মোটামুটি স্বাচ্ছন্দেই জীবনযাপন করেন। তাঁর মৃত্যুর আড়াইশ বছর পরও ইংরেজি সাহিত্যে সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর একটির লেখক হিসেবে Bunyan এখনও বহুল পঠিত ও প্রশংসিত।

Literary Works

  • The Pilgrim's Progress
  • The Holy War
  • Some Gospel Truths Opened
  • Grace Abounding
  • A Holy Life
  • The Acceptable Sacrifice
  • Light for them that sit in Darkness
  • The life and Death of Mr Badman

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57276.13
ETH 2437.84
USDT 1.00
SBD 2.39