A recipe of very popular steemfood with pumpkin flowers.

in Urdu Community4 years ago

Hello friends, how are you all? I hope everyone is well and you are having a great time. With your blessings and God's infinite mercy, I am also well.

Today I came up with a new article among you. I hope you like my article, so let's share my article with you.

IMG_20210310_213453.jpg

In fact, we all eat food to survive. Because if we don't play we can't transmit energy and we can't survive on earth so we eat food all the time.

IMG_20210312_185812.jpg

Because each food has its own nutritional value and there is no similarity between the taste of any food and the taste of any food.

IMG_20210312_185839.jpg

If we do not eat properly then our stomach will not work and our muscles will not be able to work when they become lifeless so we eat a variety of foods all the time.

IMG_20210312_185913.jpg

This dish is very familiar to all of us. It is full of various nutrients and it is a very tasty and delicious food.
We can easily make this dish at home. Those of us who live in villages can easily get these food items at our fingertips.

IMG_20210312_185856.jpg

One is that sweet pumpkin flowers are very beautiful to look at and very tasty to eat.

It can be made at home by yourself. To make it, first mix it with besan or rice powder flowers and then leave it in hot oil. And fry it slowly by lowering the temperature of the fire.

It is possible to make it in a very simple way, we can make it in a homely way. This we can eat with rice or just eat.

One of my very favorite foods is the occasional home made I eat it.

So friends, I pray that you all stay well and stay healthy till today. And after reading my article, you must comment on how you felt. God bless you.

হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের সময় খুব দুর্দান্ত কাটতেছে। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

আজ আমি আপনাদের মাঝেনতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমার লেখাটা আপনাদের সাথে শেয়ার করি।

আসলে আমরা প্রত্যেকে বেঁচে থাকার জন্য খাবার খায়। কারণ আমরা না খেলে শক্তি সঞ্চার করতে পারব না এবং পৃথিবীতে টিকে থাকতে পারবো না তাই আমরা প্রতিনিয়ত খাবার খাই।

কারন এক এক খাবারে একরকম পুষ্টিগুণ আছে এবং এক এক রকম মুখরোচক কোনটার সাথে সাথে কোন খাবারের স্বাদ এর কোন মিল নাই।

আমরা যদি ঠিকমতো খাবার না খায় তাহলে আমাদের পাকস্থলী কাজ করবেনা সাথে সাথে আমাদের পেশীগুলো তখন নির্জীব হয়ে যাবে তখন কাজ করতে পারবে না তাই আমরা প্রতিনিয়ত নানা রকম খাবার খেয়ে থাকি।

এই খাবারটি আমাদের সকলের খুবই পরিচিত এটাতে নানারকম পুষ্টিগুণে ভরপুর এবং এটি খুবই মুখরোচক এবং সুস্বাদু খাবার।
আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি এই খাবারটি। আমরা যারা গ্রামে বাস করি তারা এটা সহজেই এই খাবারের উপকরণগুলো পেয়ে যাবেন হাতের নাগালে।

একটি হলো মিষ্টি কুমড়ার ফুল দেখতেও খুব সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু।

এটি বাড়িতে নিজেরাই তৈরি করা যায়। এটি তৈরি করতে হলে প্রথমে বেসন অথবা চাউলের গুড়া ফুলের সাথে মিক্স করে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে। এবং আগুনের তাপমাত্রা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে।

খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি করা সম্ভব আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারি। এটি আমরা ভাতের সাথে খেতে পারি অথবা শুধু খেতে পারি।

আমার খুবই পছন্দের একটি খাবার এটি মাঝে মাঝে আমি এটি খাই বাসায় তৈরি করে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সকলে ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই দোয়া করি।আর আমার আর্টিকেলটা পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহাফেজ।

Sort:  

Your food photography so amazing thanks for sharing your food photography with us

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.040
BTC 97955.34
ETH 3472.91
USDT 1.00
SBD 3.29