#betterlife-The Diary Game 21/04/2021 - Every Day is a New Challenge

in Urdu Community3 years ago

Hello Friends,

Every day is a new challenge, every day we have to deal with it in different ways. The way today has gone, the day may not go the same way that is normal. Today's challenge only applies to today, we have to prepare anew for tomorrow's challenge. Because today's challenge will come to us differently tomorrow.


01.jpg


In many cases we become discouraged, unable to maintain our self-confidence. Because we always fail to maintain our position in the hostile environment. Our thoughts will be every day like today, our thoughts will be as easy to deal with today, tomorrow will be as easy to deal with tomorrow. But the reality is different things, here every day will come to be a different perspective.


02.jpg


Today is the 21st of April, I had to go to the office for urgent work. But for that I had to collect Movement Pass from the Police Department, it was the first experience for me in Lockdown. Although the matter is very simple, I had to apply online and my pass was approved within ten minutes. And that's what I did in the middle of the lockdown.


03.jpg

04.jpg


A lot of work was frozen, due to which I had to stay in the office for a long time. But it was also a challenge for me, because we all have to take on extra work stress when needed. Because considering the situation, we have no choice but to take the pressure of such work. So I don’t take the matter lightly and get all the work done in time.


05.jpg


The weather was quite warm when I came out after finishing my office work, today's sky was relatively sunny, but at the end of the day the heat level dropped. In fact, the month of Ramadan is full of God's mercy, so the weather is not too hot. Although Muslims today do not properly thank God for this mercy, it is a sad thing.


06.jpg

07.jpg


One thing that surprised me a lot was that the shops in front of the market were half open, waiting for the lockdown. However, all the shops ahead have been closed for fear of security guards. In fact, no one wants to understand the problems of the lower class people. If they can't sell something, they have the right to eat what they want.


08.jpg

09.jpg


Bangla Version:

প্রতিটি দিনই একটি নতুন চ্যালেঞ্জ, প্রতিটি দিনই আমাদের ভিন্ন ভিন্ন ভাবে মোকাবেলা করতে হয়। আজকের দিনটি যেভাবে অতিবাহিত হয়েছে, আগামী দিনটি সেভাবে নাও যেতে পারে, এটাই সাভাবিক বিষয়। আজকের চ্যালেঞ্জটি শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য, আগামী কালের চ্যালেঞ্জের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাদের। কারন আজকের চ্যালেঞ্জটির কালকে ভিন্নভাবে আসবে আমাদের সম্মুখে।


অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই, নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে পারি না। কারন আমরা প্রতিকূল পরিবেশে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হই সব সময়। আমাদের ভাবনা আজকের দিনটির মতো প্রতিটি দিন হবে, আমাদের চিন্তা আজ যেটা সহজে মোকাবেলা করতে পেরেছি, কালকের দিনটিও এই রকম সহজভাবে মোকাবেলা করতে পারবো। কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিষ, এখানে প্রতিটি দিন ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিকোন হতে আসবে।


আজ একুশে এপ্রিল তারিখ, অফিসের জরুরী কাজে আমাকে অফিসে যেতে হয়েছিল। তবে তার জন্য আমাকে পুলিশ ডিপার্টমেন্ট হতে মুভমেন্ট পাশ সংগ্রহ করতে হয়েছে, এটা লকডাউনে আমার জন্য প্রথম অভিজ্ঞতা। যদিও বিষয়টি খুবই সহজসাধ্য, অনলাইনের মাধ্যমে আমাকে আবেদন করতে হয়েছে এবং দশ মিনিটের মাঝেই আমার পাশ অনুমোদন হয়েছে। আর সেটা নিয়েই আমি লকডাউনের মাঝে অফিস করেছি।


অনেকগুলো কাজ জমে গিয়েছিলো, যার কারনে বেশ সময় অফিসে অবস্থান করতে হয়েছিলো আমাকে। তবে এটাও একটি চ্যালেঞ্জ ছিলো আমার জন্য, কারন প্রয়োজনে অতিরিক্ত কাজের চাপ আমাদের সবাইকে নিতে হয়। কারন পরিস্থিতি বিবেচনায় এই রকম কাজের চাপ নেয়া ছাড়া অন্য কোন উপায় নেই আমাদের হাতে। তাই আমি বিষয়টিকে হালকাভাবে নেই এবং সময় নিয়ে সকল কাজ সম্পন্ন করি।


অফিসের কাজ শেষ করার পর যখন বাহিরে আসি তখন আবহাওয়া বেশ উত্তপ্ত ছিলো, আজকের আকাশ তুলনামূলকভাবে বেশ রৌদ্রউজ্জ্বল ছিলো, তবে দিন শেষে গরমের মাত্রা কমে যায়। আসলে রমযান মাসে আল্লাহর রহমত বেশী থাকে, তাই আবহাওয়া অতিরিক্ত গরম থাকে না। যদিও বর্তমানে মুসলমানরা আল্লাহর এই রহমতের শুকরিয়া ঠিকমতো আদায় করে না, এটা দুঃখজনক বিষয়।


বাহিরের একটা বিষয় আমার কাছে বেশ অবাক লেগেছে, সেটা হলো লকডাউন অপেক্ষা করে মার্কেটের সামনের দোকানগুলো অর্ধেকটা খোলা রয়েছে। যদিও নিরাপত্তা রক্ষীদের ভয়ে সম্মুখের সকল দোকান বন্ধ রাখা হয়েছে। আসলে নিম্নশ্রেনীর মানুষদের সমস্যার কথা কেউ বুঝতে চায় না। তারা যদি কিছু বিক্রি করতে না পারে, তবে তারা কি খেয়ে বেচে থাকবে, বেচেঁ থাকার অধিকার তাদেরও রয়েছে।


All Photography Captured by me through my smart phone.

Thanks all for understanding my words.
@hafizullah

22.04.2021

Sort:  
 3 years ago 

how are you dear friend @ hafizullah good afternoon
It is very true what you say. We must always worry about overcoming the challenges of the present, tomorrow we will see what we must face
I'm sorry that I had to go to work in the middle of the confinement, luckily the paperwork for the pass was quick
I take this opportunity to wish you a splendid afternoon

 3 years ago 

Hello Friend,
Good Afternoon. Yes I am very fine and safe!
Yes with the situation we have to try to continue our office work and I am trying with safely it.

Thanks for putting your wonderful words. Have a good day.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.

Yes you are right , Each new day brings with it a challenge and I think that's life. May Allah Almighty give you courage to face every challenge of life.

Your diary is very interesting ......Thanks for sharing your day with us.✨

 3 years ago 

Yes, I am different and my diarys also something different, hi hi hi
Thanks again sister for coming and dropping.
Stay Safe!

Your diary is very interesting dear.

 3 years ago 

Thanks a lot brother for reading.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62629.89
ETH 2572.37
USDT 1.00
SBD 2.74