Contest About my favorite."week"#1
আমি শুরুতে সকলের সুস্বাস্থ্য কামনা করি
।
যান্ত্রিক শহরের মানুষগুলো হয়ে উঠেছে যান্ত্রিক। বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে বই পড়া মানুষ এখন বিরল। মোবাইল আর কম্পিউটারের সকল বই এখন আবদ্ধ।
কাজের চাপে আমারও বই পড়া হয় না অনেকদিন।।আমি একসময় গল্পপোকা ছিলাম।
আমি দশ বছর আগের কথা বলছি। যখন আমি ষষ্ঠ শ্রেনিতে পড়তাম। গিল্প প্রতিযোগিতাই প্রথম হয়ে ছিলাম।
পুরুষ্কার পেয়েছিলাম ছোটদের বেগম রোকেয়া নামক একটি গল্পের বই।
বইটির নাম ছোটদের বেগম রকেয়া হলেও বইটি সকল বয়সের মানুষের বিবেগ কে নাড়া দেই।
*বইটির লেখিকা রীতা ভৌমিক।
বইটি প্রকাশিত হয় ৪ ফেব্রুয়ারী ২০০৬।
রীতা ভৌমিক তার এই বই এর মাধ্যমে বেগম রোকেয়ার নারী মুক্তি ও নারী শিক্ষার জন্য যে নিঃস্বার্থ ভূমিকা ফুটিয়ে তুলেন।
বই টির শুরুতে বেগম রকেয়া কে বেগম রোকেয়া কে নারী শিক্ষা এবং নারি মুক্তির অগ্রদূত বলা হয়েছে। এবং তা ব্যাখ্যা করা হয়েছে।
তারপর বেগম রকেয়ার বংশের পরিচর তার শৈশব কৈশোর এবং তার বিয়ে নিয়ে আলচনা করা হয়েছে।
তার সকল কাজে তার সামির সাহাজ্য ছিলো। এবং তার সামি মারা যাবার পর সাখাওত মেম্রিয়াল বালিকা স্কুল প্রতিষ্ঠা করেন১৯০৯ সালে পহেলা অক্টোবর।মাত্র 5জন ছাত্রি নিয়ে।
তার পর তিনি মহিলা টেনিং স্কুল এর জন্য সরকার এর কাছে অনুমতি আবেদন করেন ১৯১৯ সালে তিনি মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্টা করেন।
রকেয়ার আকাশ ভ্রমন সম্পর্কে বইটিতে বিস্তারিত লিখা হয়।
১৯৩২ সালে এই মহামানবি জীবন এর শেষ নিশ্বস তেগ করেন।
বইটির শেষের দিকে বেগম রকেয়া এবং তার বাবা মা সামি এবং পরিবার অনেকের ছবি যোগ করেছেন আমি ছবি গুলা আপনাদের সাথে শেয়ার করছি।
ধন্যবাদ @bangladesh.com
:-