My favorite Book:"ঈমান ও ইয়াক্বীনের বয়ান" writer Maulana Tariq jameel

in Steem Lifestyle3 years ago

যদি কেউ প্রশ্ন করেন,⁂
আজকে তুমি কোন বই 📚রিভিউ করবে?? আমি বলবো, যে বই আপনার সুন্দর জীবন গড়বে।

যে বই আমার, আপনার ইমান মজবুত করবে। যে বই মিথ্যা বলে সুখ না দিয়ে, সত্য বলে কাঁদাবে। যে বই অল্পক্ষনের সুখের সন্ধান না দিয়ে, অনন্ত কালের সুখের সন্ধান দেয়।
❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀


হ্যা, আমি পাকিস্তানের হযরত তারেক জামিল সাহেবর কিছু বয়ান কে কেন্দ্রকরে, যে বই উর্দু থেকে বাংলায় তরজমা করে লিখা হয়েছে সে বইয়ের কথাই বলতেছি।

  • বইয়ের নামঃ ঈমান ও ইয়াক্বীনের বয়ান
  • অনুবাদঃ হযরত আবু আবদুল্লাহ্।
  • মোট পৃষ্ঠাঃ ১৯২ টি
  • ক্যাটাগরিঃ সুন্দর জীবন


1621672916829.jpg

এই বই খুললেই দেখতে পাবো অনেক সুন্দর করে সাজানো গোছানো সূচি পত্র। যার প্রথমেই আছে আল্লাহর প্রতি ঈমান। সেখানে লিখা আছে এমন,
যখন কোন ছোট বাচ্ছা কোন মাদ্রাসা বা মক্তবে গিয়ে আল্লাহ তায়ালার নামে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তখন। ক্ষুদ্র গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের বিশাল মাছ পর্যন্ত তার জন্য দুআ করতে থাকে। তেমনি কোন মানুষ যদি তার দিল থেকে লা ইলাহা ইল্লাললাহ্ পড়ে তখন আল্লাহ্ তায়ালা তার সকল ফেরেস্তাদের কে ডেকে বলেন, হে আমার ফেরেস্তারা তোমরা শোন! তোমরা সকলে স্বাক্ষী থাকো আমি এই বান্দার জীবনের সকল পাপ মাফ করি দিলাম। কারন সে সত্য কথা বলেছে যে,আমি ছাড়া আর কোন মাআবুদ নাই।

কত না উত্তম আল্লাহ পাকের দয়া। কোন ব্যক্তি আল্লাহ তায়ালার রহমত ও দয়া ব্যতিত জান্নাতে যেতে পারবে না।
তাই আমাদের সকলের তারই রহমতের আশা করতে হবে।

এই বইয়ে আছে সেই সব মানুষের জীবনের কথা, যে মানুষ গুলো দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলো। তারা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় সাহাবী গণ। যারা অর্ধক পৃথীবীর বাদশা হয়েও ভালো কাপর পরতো না, যারা কোটি কোট স্বর্ণ মুদ্রার পাহারাদার থেকেও কত বেলা না খেয়ে কাটিয়েছে। এই বইটিতে তাদের জীবনেরই কথা আছে। যাদের জীবনকে অনুসরন করে চললে এই দুনিয়াতেও দামী এবং মৃত্যুর পরের জীবন আখেরাতেও দামী হওয়া যাবে।

অনেকে মৃত্যুর পরে যে আরেক টি জীবন আছে তা বিশ্বাস করে না। তারা মনে করে মৃত্যু হলেই শেষ। আমি তাদের কে বলতে চাই, আমরা যে ঘুমাই বিজ্ঞান তা প্রমাণ করেছে এটা অর্ধেক মৃত্যুর সমান। যখন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, যেমন- গাড়ি চালাচ্ছি বা ছোটাছুটি করতেছি তা তখন বাস্তব লাগে।এখন একটু ভেবে দেখুন তো অর্ধেক মৃত্যুতেই বাস্তব অনুভুতি রিয়ে স্বপ্ন দেখি, আর যখন পুরুপুরি মৃত্যু হয়ে যাবে তখন কি আরেকটি সত্য বাস্তব শুরু হবে না??
সবাই একটু ভেবে দেখুন একটু চিন্তা করে দেখুন।


IMG_20210522_144446.jpg

আচ্ছা এখন বইয়ের কথায় আসা যাক।এই বইয়ে আরো অনেক বড় বড় আল্লাহ তায়ালার প্রিয় মানুষ আল্লাহর ওলিদের জীবনের ঘটনা লিখা আছে। যাদের আল্লাহর প্রতি এমন বিশ্বাস আছে যার কারণে তারা দুনিয়ার কোন কিছুতেই ভয় করে না। তারা দুরিয়াতে এমন ভাবে চলা শেখায় যেমন একটি নৌকা পানির উপরে চলে।
নৌকা যেমন পানিতে চললেও তার ভিতরে পানি প্রবেশ করতে দেয়া হয় না। তেমনি মুসলমান দুনিয়াতে চললেও দুনিয়া ভিতরে প্রবেশ করতে দেবে না

এই বইয়ে আল্লাহর কুদরতের বর্ণনা আছে। আরো আছে সত্য অনেক ঘটনা যা আমাদের একবার হলেও মনকে শান্তি দেবে।

❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀

এই বইটি পরলে অনেক প্রশ্ন উত্তর এবং ইমানের(বিশ্বাস) খোরাক পাওয়া যাবে। তাই সকলে এই বইটি মেহরবানী করে পরবেন ইনশাআল্লাহ।

  • এই বইটি কিনতে Rokomari.com এর লিংক:-
  • Buy Now Link

❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀❁❀

✤ধন্যবাদ সবাইকে✤

PicsArt_04-24-05.24.23.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58447.77
ETH 3173.14
USDT 1.00
SBD 2.43