আগুনের পরশমণি প্রিয় মুভি @nishatoishi

in Steem Lifestyle3 years ago

আসসালামুআলাইকুম

আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আজকে বাংলাদেশ টেলিভিশনে প্রথম দেখা একটি ছবি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করা যাক!

আজকে আমি যে ছবিটার কথা বলবো তা হচ্ছেঃ
হুমায়ুন আহমেদ স্যারের লিখা আগুনের পরশমনি

image.png

Image source

আগুনের পরশমণি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এটি তাঁর নিজের লেখা আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।


কিছু গুরুত্বপূর্ণ তথ্য


লেখকহুমায়ুন আহমেদ
পরিচালকহুমায়ুন আহমেদ
প্রযোজকনুহাশ চলচ্চিত্র
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকআখতার হোসেন
অভিনয়েআসাদুজ্জামান নূর,বিপাশা হায়াত,আবুল হায়াত,ডলি জহুর
ধরণমুক্তিযুদ্ধভিত্তিক
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
মুক্তি১৯৯৪ সাল
দৈর্ঘ্য১২৩ মিনিট

আগুনের পরশমণি-এর কাহিনী সংক্ষেপ

image.png

Image source

একাত্তরের মাঝামাঝি; সারা বাংলাদেশ জুড়ে কারফিউ চলছে। মুক্তি বাহিনী কার্যকর গেরিলা বাহিনী হিসাবে পরিচালিত হয় - বদিউল আলম তাদের একজন। আলম রাজধানীতে গেরিলা অভিযান শুরু করার পরিকল্পনা করছেন এবং মিঃ মতিনের বাড়িতে নিজেকে লুকিয়ে রাখেন। মতিন মিঃ তার প্রেমময় স্ত্রী সুরমা এবং দুটি সুন্দরী কন্যা রাত্রি এবং ওপালার সাথে থাকেন। অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় আলম বর্বর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে কয়েকটি সফল গেরিলা আক্রমণ পরিচালনা করে। তবে একের পর এক তার সহযোদ্ধা-যোদ্ধারা সামরিক বাহিনীর হাতে ধরা পড়ছে, নির্যাতন করছে, খুন হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আলমকে মতিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে; সে কি বাঁচতে পারে? সে কি আবার সকালের আলো দেখতে পাবে?


চলচ্চিত্রে অভিনয় করা শিল্পীদের নাম


বিপাশা হায়াতরাত্রি
আসাদুজ্জামান নূরবদিউল আলম
আবুল হায়াতমতিন
ডলি জহুরসুরমা
শিলা আহমেদঅপলা
দিলারা জামানবদির মা
মোজাম্মেল হোসেনবদির মামা
সালেহ আহমেদচায়ের দোকানদার
হোসনে আরা পুতুলবিন্দি
ফজলুল কবির তুহিনরাশেদুল করিম
লুৎফর রহমান জর্জজর্জ

ব্যক্তিগত মতামত

হুমায়ুন আহমেদ স্যার এর লেখা এই ছবিটি এখনও দর্শকপ্রিয় হয়ে আছে।আমি ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনে প্রথম দেখেছিলাম।গল্পের প্রতিটা চরিত্র এক কথায় অসাধারণ ছিল।


আগুনের পরশমণি -এর IMDb রেটিং


৯.১/১০


পার্সোনাল রেটিং


১০/১০





কেমন হয়েছে পড়ে অবশ্যই জানাবেন।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63877.55
ETH 3143.56
USDT 1.00
SBD 3.97