Weekly challenge on Steem! Talk About Your favorite Book Contest || মৃত্যুক্ষুধা My Favourite Book- 19.06.2021||

in Steem Lifestyle3 years ago

আসসালামুআলাইকুম সবাই

আশা করি আপনারা সবাই ভালো আছেন।তো আজকে @bestofbangladesh কর্তৃক আয়োজিত আমার প্রিয় একটি বই সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করবো।শুরু করা যাক।

আমি আজকে যে বইটি উপস্থাপন করবো তার নাম হচ্ছে-

মৃত্যুক্ষুধা

image.png

source





মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের কালজয়ী উপন্যাস। ১৯২৭-১৯৩০- এসময়ের মধ্যে উপন্যাসটি রচিত এবং সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে মুদ্রিত হয় (অগ্রহায়ণ ১৩৩৪-১৩৩৬ ফাল্গুন)। উপন্যাসটি নজরুলের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত।



লেখককাজী নজরুল ইসলাম
ধরনউপন্যাস
দেশভারত
ভাষাবাংলা
পৃষ্ঠা সংখ্যা৮০টি


প্রকাশনার বিভিন্ন তথ্য

মৃত্যুক্ষুধা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩০ সালের জানুয়ারি মাসে কৃষ্ণনগরের অবস্থানকালে কবি নজরুল এ উপন্যাসটি রচনা করেন।১৯২৭-১৯৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই উপন্যাসটি প্রকাশিত হয় ধারাবাহিকভাবে সওগাত পত্রিকায়।১৯২৭-১৯২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কৃষ্ণনগরের চাঁদ সড়কের ধারে একতলা একবাংলা প্যাটার্নের বাড়িতে বাস করতেন।তার সুবিখ্যাত ও বহুপঠিত কবিতা দারিদ্র্য এই সময় রচিত।



লেখক পরিচিতি

লেখককাজী নজরুল ইসলাম
জন্ম২৪মে,১৮৯৯
মৃত্যু২৯ আগস্ট,১৯৭৬
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামদুখু মিয়া
পেশা কবিঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সম্পাদক

পটভূমি

কৃষ্ণনগরের চাঁদ সড়কের একটি বস্তি এলাকা।এখানে বাস করে একটি দরিদ্র মুসলিম পরিবার।বৃদ্ধা মা,তিনটি বিধবা পুত্রবধূ ও তাদের কয়েকটি সন্তান।আবার ১৯ বছরের একটি ছেলে ,স্বামীর বাড়ি ফেরত একটি মেয়ে নিয়ে তার হতদরিদ্র সংসার।

বৃদ্ধার ছেলের নাম প্যাকালে।এই প্যাকালের হাড়ভাঙা পরিশ্রমের ফলেই সংসার টিকে আছে কোন ভাবে।সে ভালোবাসা কুশি নামের এক খ্রিস্টান মেয়েকে।কুশিও তাকে ভালবাসে।এই দরিদ্র পরিবারের সাথে আরেকটি কাহিনী এসে জুড়ে আছে।

প্রথম কাহিনীতে মৃত্যু আছে ক্ষুধা আছে কিন্তু দ্বিতীয় কাহিনীতে মৃত্যু আছে ক্ষুধা নেই।দ্বিতীয় ঘটনাটি সংসার বিবাগী বিপ্লবী দেশ প্রেমিক আনসারের।আনসার ভালোবাসতো ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেটের কন্যা রুবিকে।রুবিও তাকে ভালোবাসতো।

কিন্তু মা-বাবা রুবিকে বিয়ে দেয় অর্থলোলুপ এক যুবকের সাথে।রুবি তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেয়নি।অবশ্য অল্প কয়েকদিনের মধ্যে রুবীর স্বামী মারা যায়।আনসার রাজ বন্দী অবস্থায় ক্ষয় রোগে আক্রান্ত হয়।রুবি এ সংবাদ পেয়ে ছুটে যাই আনসারের কাছে।আনসার মৃত্যুবরণ করে ক্ষয়রোগে।কাহিনী শেষ হয় এই রোগে রুবীর আসন্ন মৃত্যু দিয়ে।

মৃত্যুক্ষুধা উপন্যাসের এক অনন্য অসাধারণ চরিত্র মেজবৌ।মেজবৌকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কমললতার সাথে তুলনা করা যায়।সে ছেলে-মেয়ের খাওয়া পড়ার জন্য ধর্মান্তর হলেন খ্রিস্টান ধর্মে এবং তাদের রেখে চলে গেলেন অনেকদূরে বরিশালে।আবার ছেলের অসুখের কথা জেনে ফিরে এসেছিলেন বাড়িতে।

উপন্যাসটিতে প্রধানত দুঃখ-দুর্দশা, খুদা এসব ফুটে উঠেছে।প্রথম বিশ্বযুদ্ধত্তোর এসব দুঃখ যন্ত্রণা মানুষকে কিভাবে গ্রাস করেছিল তা উপন্যাসটি পড়লে চোখের সামনে ভেসে ওঠে।আর এ সবকিছু লেখকের খেয়ালী মনের সৃষ্ট কিছু নয় বরং লেখকের কাছ থেকে দেখা ঘটনাপ্রবাহ যেখানে লেখকের উপন্যাস এর স্বার্থে চরিত্রগুলো পরিবর্তন ঘটিয়েছেন মাত্র।



চরিত্র সমূহ



রুবি :
শিক্ষিত মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।পিতা ম্যাজিস্ট্রেট মেয়ের অমতে বিয়ে দিয়ে দেয়।তার মনের মনিকোঠায় একজনের বসবাস,তার নাম আনসার।



আনসার :
মূলত এই চরিত্রটিতে কাজী নজরুল ইসলামের নিজের বৈশিষ্ট্য গুলো ফুটে উঠেছে।আনসার বৈরি স্বভাবের।



মেজবৌ :
মেজবৌ অভাবি মুসলিম ঘরের বিধবা বৌ।একটি ছেলে একটি মেয়ের মা।বৈধব্য মাতৃত্ব আর অভাব কিছুই মেজ বউ এর রুপ আর হাসি কিছুই কম করতে পারেনি।



পকাল :
সম্পর্কে মেজবৌয়ের দেবর।তিন ছেলে হারিয়ে মায়ের একমাত্র অন্ধের যষ্টি আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।



কুর্শি :
শ্যামলা বর্নের ১২,১৩ বছরের মেয়ে।কিন্তু বয়সের থেকে একটু বেশি বাড়ন্ত।কুর্শির বাবা ধর্মান্তরিত খ্রিস্টান।খ্রিস্টান জেনেও প্যাকলে মেয়ের প্রেমে পড়ে।



প্যাকালে :
প্যাকালের বয়স ১৮ কি ১৯ বছর।টাউনের থিয়েটার দলে নাচে, সখি সাজে।বাবুদের সাথে মিশতে মিশতে চুলের টেরিকাটে চা, পান খায়।আবার কখনো রাজমিস্ত্রির কাজ করে।



ব্যক্তিগত মতামত

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একটি স্মরণীয় নাম।আমার মতে তিনি যেহেতু তার নিজ বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরেছেন সে দিক থেকে তা অতুলনীয়।উপন্যাসটিতে কাজী নজরুল ইসলাম বিভিন্ন চরিত্রে বিভিন্ন দিক সুষ্ঠ ভাবে ফুটিয়ে তুলেছেন।সবদিক মিলিয়ে ভালোই লিখেছেন এই উপন্যাসে।



ব্যাক্তিগত রেটিংঃ৯/১০


তো এই ছিল আমার আজকের প্রিয় একটি বই সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।


সমাপ্তি

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 64799.61
ETH 3102.94
USDT 1.00
SBD 3.83