Contest : nature art/photography (week#02) by @asadulemon

in Steem Lifestyle4 years ago (edited)

এটা শুধু নিছক ফটোগ্রাফি না বরং একটি মুহূর্ত। আর মুহূর্তগুলা থাকে গল্পের ভেতরে, কাহিনীর ভেতরে। এখানেও একটা গল্প রয়েছে, আর গল্পটা রাখল বালকের সাথেই গাঁথা।

একদিন বিকালে বের হলাম, বাইরের হাওয়া গাঁয়ে মাখতে। খালপাড়ের দিকে বসে ছিলাম তখন তার সাথে কথা হলো। কথাবার্তায় জানতে পারলাম তার বাড়ি ময়মনসিংহের কোন এক গ্রামে। জীবিকার তাগিদে গাজীপুরে এসেছে। এখনে এক গৃহস্তের বাড়িতে কাজ করে, গরু-খামার দেখাশোনা করে। আগে তিনি মালেশিয়ায় প্রবাসী বাংলাদেশি হিসেবে কাজ করতেন। করোনা মাহামারিতে আর ফিরে যেতে পারেন নি।
যাই হোক, তিনি গরু দুটি খুঁটিতে বেঁধে বসে ছিলেন।তার পাশে বসে আমরা গল্প করতেছিলাম। হঠাৎ,

গরুদুটি খুঁটি ছেড়ে দৌঁড়াতে শুরু করলো।
IMG_20210310_170449.jpg

পেছনে পেছনে রাখাল বালক ও দৌঁড়ানো শুরু করলো।
IMG_20210310_170511.jpg

অবশেষে তিনি ধরতে পেরেছেন।
IMG_20210310_170530.jpg

এবং ফিরিয়ে এনে আবার বেঁধে রাখলেন।
IMG_20210310_170413.jpg

মানুষ প্রকৃতির ই একটা অংশ। এবং প্রতিনিয়ত আমরা প্রকৃতির সাথে গল্প তৈরি করে যাচ্ছি।

★location: https://maps.app.goo.gl/f2BXmdfbsgUh8goQ6

Special thanks to @msharif for arranging this amazing contest.

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111277.33
ETH 4309.89
SBD 0.83