You are viewing a single comment's thread from:
RE: During winter, the exterior cormorant sits at the top of the tree
এই পাখিগুলো সারাদিন এভাবেই এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়ায়। তবে এরা গাছের মগ ডালে বসে থাকে সবসময়। এদের পানিতে নামলে ধরা যায়। এদের যতটা দেখতে বড় হচ্ছে৷ ততটা এরা বড় নয় কিন্তু। ডানা আর পশম অনেক থাকায় বড় লাগে৷ এরা পানিতে থাকে মাঝে মাঝে। এরা ঝাক বেঁধে উড়ে বেড়ায়। সাধারণত দলবদ্ধ জাতি এরা।
Thank you