A poem will be written.(একটি কবিতা লেখা হবে )

in #history6 years ago

A poem will be written about the excitement of waiting for it

Hundreds of thousands of crazy high spirits are sitting on the rebel audience

From the dawn on the public park on the beach -

'When will the poet come?' 'When will the poet come?'

This child park was not that day,

In this tree- the swollen garden was not that day,

This sleepy faded afternoon was not that day.

On the afternoon of that day, when it was like?

Then how were the children in the park, on the bench, in the tree,

The garden of the garden covered the heart of the garden?

I know, to erase all the memories of that day

Has been in the hands of black hands

So let's see the idiots in this deserted wilderness today

Poet against poet,

Field against field,

Afternoon afternoon,

Garden against the garden,

March against March ....

O unborn child, O poet of the coming day,

You eat in the colorful hinges of the children's park to swing

One day all will know, I think about you

I'm going to write the best afternoon story.

That garden was different in that day;

Not park or flower garden, there was nothing in it,

Just like a whole unbroken sky, the horizons flooded like that

Dry-blasted ground was full of grief, greenish greenish.

The green of our freedom-loving life was mixed

This fog is in green on the ground.

On the forehead, the rugs were rushed to the ground

Ironworkers from the factory, the workers on the yoke shoulder

Naked peasants came and grabbed the arms of the police

There was a bright young man, death in his hand, dream in his eyes

Came from middle class, low middle class, sad cleric, women, old man, slut,

The hawkers and babies like you and the leaves of the pick-up team have teamed up.

A poem will be read to him for what he is waiting for.

'When will the poet come?' 'When will the poet come?'

After a hundred years of struggle, walk on foot like a Rabindranath

Then the poet came and stood on the public platform.

Then Paul got into the lake with a great amount of water,

Hug the heart,

All doors are open to the public;

Who is the voice of his thunderbolt?

He heard the poem shaking the stage of Ganasurya

Immortal poetry:

'This struggle is our struggle for freedom,

This year's struggle is the struggle for independence. '

From that, the word 'freedom' is ours.

http://tinypic.com/m/kajz8p/4

(একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে



লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে



ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে-



'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'



 



এই শিশু পার্ক সেদিন ছিল না,



এই বৃক্ষে- ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,



এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না।



তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?



তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে,



ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি?



জানি, সেদিনের সব স্মৃতি মুছে দিতে



হয়েছে উদ্যত কালো হাত।







তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ



কবির বিরুদ্ধে কবি,



মাঠের বিরুদ্ধে মাঠ,



বিকেলের বিরুদ্ধে বিকেল,



উদ্যানের বিরুদ্ধে উদ্যান,



মার্চের বিরুদ্ধে মার্চ...।



 



হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,



শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি



একদিন সব জানতে পারবে,- আমি তোমাদের কথা ভেবে



লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।



সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর;



না পার্ক না ফুলের বাগান,- এসবের কিছুই ছিল না,



শুধু একখণ্ড অখণ্ড আকাশ যে রকম, সে রকম দিগন্ত প্লাবিত



ধু-ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।



আমাদের স্বাধীনতাপ্রিয় প্রাণের সবুজ এসে মিশে ছিল



এই ধু-ধু মাঠের সবুজে।



 



কপালে কব্জিতে লালসালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল



কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে



এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে



এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে



এসেছিল মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা,



ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে।



একটি কবিতা পড়া হবে তার জন্য সে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের।



'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'



 



শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে



অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।



তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,



হৃদয়ে লাগিল দোলা,



জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা- ;



কে রোধে তাঁহার বজ্র কণ্ঠ বাণী?



গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনলেন তাঁর



অমর কবিতাখানি:



'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,



এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। '



সেই থেকে 'স্বাধীনতা' শব্দটি আমাদের।



)

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62948.49
ETH 2583.15
USDT 1.00
SBD 2.74