"ABB FUN" এর নতুন একটা ফিচার ঘোষণাsteemCreated with Sketch.

in #here3 months ago

RtfsyWaiw3sL722wofcrE62ZTfs127Gwc3jgjdJE8HXU27h1XrnEz9wYLYMxdCyEko1i9KNstB6qe3B6Bzg7Wma3Lf5dPdXDYBuk2mRFLr...3ugzbyTLoricLHbfze9tjT4UpDSrBXQnAzhV4utj7dSifqD6cp94L4qe7XzmyseFMDMLg8a2PvzukxvnAg1Sg7o5nuZKewmko8XRzm6Tb4nU3Gm9pSSWSsE36u.png

1
"ABB FUN" এর নতুন একটা ফিচার ঘোষণা
rme (89)ADMIN✠ Founder 🔯in আমার বাংলা ব্লগ • 4 months ago

@abb-fun শুরুর সময় থেকে এখনো অব্দি বিশাল জনপ্রিয় । আইডিয়াটা ছিল আমাদের কমিউনিটির এক্সিকিউটিভ অ্যাডমিন @hafizullah ভাইয়ের । বলতে গেলে "আমার বাংলা ব্লগের" সব চাইতে ফানি প্লেস হলো abb-fun । এছাড়াও সব চাইতে বেশি এনগেজমেন্টও হয় এই abb-fun এর ফানি প্রশ্নোত্তর পর্বে ।

এতদিন অব্দি "আমার বাংলা ব্লগের" প্রত্যেক দিনের ফানি কোয়েশ্চেন দেওয়ার দায়িত্ব ছিল কমিউনিটির প্রত্যেক অ্যাডমিন/মডারেটরদের ওপর । মোট তিনটে সেগমেন্টে বিভক্ত ছিল এটি ।

০১. মজার প্রশ্ন
০২. অণুকবিতা সম্পূর্ণকরণ
০৩. জোকস
এই তিনটি সেগমেন্টের দায়িত্ব ভাগাভাগি করে ন্যস্ত আছে 'আমার বাংলা ব্লগের" অ্যাডমিন এবং মডারেটরদের প্রতি । নিয়ম তো আপনারা সকলেই জানেন । মজার প্রশ্নের সেগমেন্টে একজন অ্যাডমিন/মডারেটর একটি মজার প্রশ্ন রাখেন @abb-fun একাউন্ট থেকে করা একটা পোস্টে । সেই সাথে তাঁর অনুভূতিও শেয়ার করেন । এরপরে ইউজাররা সেই মজার প্রশ্নের মজার মজার উত্তর প্রদান করেন ওই পোস্টের কমেন্ট বক্সে। দুই দিন পর যিনি প্রশ্নদাতা তিনি সেরা উত্তরদাতাদের মধ্যে থেকে মোট ৫ জনকে বাছাই করেন । আর ওই পাঁচজনের প্রত্যেকে $২ এর একটি করে আপভোট পেয়ে যান তাঁদের রিওয়ার্ডস হিসেবে ।

অনুকবিতা সম্পূর্ণকরণ সেগমেন্টেও মজার প্রশ্নের মতোই । কমিউনিটির কোনো একজন অ্যাডমিন/মডারেটর @abb-fun একাউন্ট থেকে একটি অসম্পূর্ণ অনুকবিতা শেয়ার করেন এবং সেটিকে সম্পূর্ণ করতে বলেন । এরপরে সেরা অনুকবিতা গুলো থেকে মোট পাঁচটিকে বাছাই করে প্রত্যেকটিকে $২ এর আপভোট প্রদান করেন ।

সবশেষ জোকস সেগমেন্ট । এই সেগমেন্টে কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের মধ্যে থেকে কেউ একজন নির্দিষ্ট একটা বিষয়ের উপর জোকস জানতে চান । এরপরে সেরা জোকস শেয়ার করা ব্যক্তিদের মধ্যে মোট পাঁচজনকে সিলেক্ট করে প্রত্যেককে $২ করে আপভোট প্রদান করে থাকেন ।

আজ থেকে @abb-fun -এ নতুন একটি ফিচার অ্যাড করতে চলেছি । এই ফিচারটি নিম্নরূপ :-

০১. এখন থেকে @abb-fun এর তিনটি সেগমেন্ট - মজার প্রশ্ন, অনুকবিতা সম্পুর্নকরণ এবং জোকস এর প্রতিটিতে প্রশ্নকারী হিসেবে জেনারেল ইউজাররাও অংশগ্রহন করতে পারবেন ।

০২. "আমার বাংলা ব্লগ" এর ডিস্কোর্ড সার্ভারে ঢুকে TEXT CHANNELS বিভাগের আন্ডারে abb-fun-all চ্যানেলে আপনারা আপনাদের মজার প্রশ্ন, অসম্পূর্ণ অনুকবিতা এবং জোকস শেয়ার করবেন । এই চ্যানেলটি প্রাইভেসী রেস্ট্রিক্টেড চ্যানেল । অর্থাৎ, আপনি আপনার question দেওয়ার সময় অন্যদের question কোনোক্রমেই দেখতে পারবেন না । এমনকি আপনার নিজের question দেয়ার পরে আবার কখনো ওই চ্যানেলে ঢুকলে আপনার পুরোনো কোয়েশ্চেনও দেখতে পাবেন না ।

০৩. কমিউনিটির অ্যাডমিন/মডারেটরগণ আপনাদের দেয়া মজার প্রশ্ন, অনুকবিতা ও জোকস থেকে সিলেক্ট করে পোস্ট করে দেবেন । নির্বাচিত ইউজারকে rewards হিসেবে @abb-fun এর ওই পোস্ট থেকে উপার্জিত অর্থের ১০% বেনিফিশিয়ারি হিসেবে প্রদান করা হবে । এই রিয়ার্ডসটা হবে ফুললি অটোমেটিক । আর আগের মতো সেরা পাঁচজন উত্তরদাতাকে $২ করে মোট $১০ এর আপভোট প্রদান করা চলমান থাকবে ।

পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২২ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৭৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 84772af154d24e75dee7a07b4e5a75be272c7e66313fc95be3097bf156113d9d

টাস্ক ৪৭৫ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR
SET @rme as your proxy

witness_vote.png

steempro....gif

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34