দু’টি উত্তম ও দু’টি মন্দ স্বভাব
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-- দু’টি বৈশিষ্ট্য এমন, যার তুলনায় উন্নত ও উত্তম আর কোন বৈশিষ্ট্য নেই। এক. আল্লাহ তা’আলার প্রতি ঈমান আনয়ন করা। দুই’ মুসলমানদের মঙ্গল ও কল্যাণ কামনা করা।
পক্ষান্তরে দু’টি খাসলত নেই। এক. আল্লাহ তা’আলার সাথে শরীক করা। দুই. মুসলমানদের অমঙ্গল ও অকল্যাণ কামনা করা। তাদের সাথে অসদাচরণ করা ও তাদের বিরোধিতা করা।