আজকের ব্লক , আমরা তিন জন  বন্দু ।  ফরিদ, রুবেল, হোসাইন।

in #group6 months ago (edited)

তিন বন্ধু ফরিদ, রুবেল ও হোসাইন ছিল ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করত, খেলাধুলা করত এবং গ্রামে নানা দুষ্টুমি করত।

একদিন তারা সিদ্ধান্ত নিল গ্রাম থেকে একটু দূরে নদীর ধারে পিকনিক করতে যাবে। তিনজনেই নিজেদের ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। সকাল বেলা তারা রওনা দিল। পথে যেতে যেতে তারা গাইছিল গানের সুরে। ফরিদ মজার মজার গল্প বলছিল, রুবেল গুনগুন করছিল, আর হোসাইন টপাটপ হেঁটে চলেছিল।

1000046099.jpg

নদীর ধারে পৌঁছে তারা নিজেদের জায়গা ঠিক করল। ফরিদ আগুন জ্বালাল, রুবেল মাছ ধরতে গেল, আর হোসাইন খাবার সাজাতে লাগল। কিছুক্ষণ পরেই রুবেল বিশাল এক মাছ ধরে ফিরল। সবাই খুব খুশি হল। ফরিদ মাছটি রান্না শুরু করল, আর হোসাইন সালাদ তৈরি করল।

তারা তিন জন মিলে মজার মজার খাবার খেল। খাওয়ার পর তারা নদীর ধারে বসে গল্প করল, হাসল এবং ভবিষ্যতের স্বপ্নগুলো ভাগাভাগি করল।

দিনশেষে, সূর্য অস্ত গেলে, তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে ফিরে চলল। তারা জানত যে এই দিনটি তাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে, কারণ এদিন তারা প্রকৃতির সাথে একাত্ম হয়েছিল এবং নিজেদের বন্ধুত্বকে আরো গভীর করেছিল।

এভাবেই তিন বন্ধু ফরিদ, রুবেল ও হোসাইন একটি চমৎকার দিন কাটিয়ে ফিরে এল তাদের গ্রামের পথে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95554.61
ETH 3368.38
USDT 1.00
SBD 3.14