🥰কাছের দূরের মানুষ - একটি ভালোবাসার গল্প। পর্ব - ৮

in #golpolast month (edited)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসেন। এতোদিন গল্প না দেওয়ার জন্য দুঃখিত। কাজের চাপে গল্প লেখা হয়ে ওঠেনি।
.
গল্প চলমান:-
.
Polish_20240727_161147555.jpg
.
এমন সময় সানজিদা বলে ওঠে
চারিদিকে কি অন্ধকার তাই না আবির? কোনো শব্দ শোনা যাচ্ছে না কারো, খালি পোকার ডাক শোনা যাচ্ছে।
তোর আবার ভয় করছে না তো, ভয় করলে আমাকে বলিস, বুঝলি।
.
হঠাৎ করে কোথা থেকে একটা শব্দ হয়ে ওঠে, কোনো প্রাণির শব্দ হবে হয়তো। আবির সানজিদার দিকে তাকিয়ে সে তো অবাক, সানজিদা নিজেই ভয়ে কোঁচো মোচো হয়ে আছে আর মেয়ে বলে কিনা ভয় লাগলে তাকে বলতে।
.
আবির মজা করে বলে ওঠে, আপু আমার ভয় লাগছে, সানজিদা বুঝতে পারছে যে আবির তার সাথে মজা নিচ্ছে।
দেয় দুই তিনটা কিল মেরে আবিরকে।
.
এদিকে আবির হাসি থামাতেই পারছে না। আবির খেয়াল করে সানজিদা রেগেমেগে একাকার। তাই সে সান্ত হয়ে যায়। নিজের অজান্তেই সানজিদার হাত ধরে বলে আমি থাকতে তোমার কোনো ভয় নেই।
.
নিরবতা চারিদিকে। আবির আর সানজিদা দুজনেই লজ্জা পেয়ে গেলো। তারা দুজনেই আর কিছু বলে না।
দুজনেই বাড়ির দিকে যেতে থাকে।
.
বাড়িতে গিয়ে যে যার মতো শুয়ে পড়ে। 😴😴
.
.
.
[ পরের অংশ তারাতারি আসবে ]

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.030
BTC 79785.54
ETH 3213.82
USDT 1.00
SBD 2.79