পাঁচ বোনের গল্প।

in #golpo3 years ago

পাঁচ বোনের গল্প। একটি গ্রামে বাস করত একজন বৃদ্ধ লোক। তাঁর ছিল পাঁচ মেয়ে। কিন্তু ওই গ্রামের রাজা ছিল খুব খারাপ। তিনি যখন শুনতেন গ্রামের কোন মেয়ে সন্তান হয়েছে তখন তিনি তাদেরকে কারাগারে বন্দী করে রাখতেন।

কিন্তু রাজাকে ফাঁকি দিয়ে ওই বৃদ্ধ লোকটি তার পাঁচ মেয়েকে বড় করেছিল। বৃদ্ধ লোকটি খুব ভয় থাকতো। যদি রাজা তার মেয়ের কথা শুনে তাহলে তাদেরকে কারাগারে বন্দি করে রাখবে। তাই তিনি তাদের ঘরের সব দরজা জানালা বন্ধ করে রাখত।

তার পাঁচ নেতাকে বলতো তুমি কোন চিন্তা করো না বাবা তুমি আমাদের যে পাঁচটি জিনিস শিখিয়েছো আমরা পাঁচ বোন সেই পাঁচটি জিনিস দিয়ে আমাদের রক্ষা করব।

তখন বৃদ্ধ লোকটি বলে আমি যদি মারা যায় তাহলে আমি তোদেরকে যে পাঁচটি জিনিস শিখিয়েছি তোরা সেগুলো ব্যবহার করে নিজেদেরকে বাঁচিয়ে নিস। একদিন রাজার প্রহরীরা বৃদ্ধ লোকটির 5 মেয়ের কথা শুনে তাদের বাড়িতে আসেন।

এরপর তারা বৃদ্ধ লোকটি সরকার তার পাঁচ মেয়েকে নিয়ে রাজার কাছে যায়। রাজা বলে এত বছর ধরে তুমি ওদেরকে ছোট থেকে বড় করেছিলে কিন্তু আমি এ কথাটি জানতে পারলাম না। তখন বৃদ্ধ লোকটির পাঁচ মেয়ে বলে আমাদের আপনি শাস্তি দিন কিন্তু আমাদের বাবাকে কিছু করবেন না।

তখন তাদের বাবা বলে না রাজা মশাই আপনি আমাকে জেলখানায় বন্দি করে রাখুন ওদেরকে কিছু করবেন না। তখন রাজামশাই বলে তোমাদেরকে আমি একটি শর্তে বন্দী করবো না। তখন লোকটি মেয়েগুলো বলে কি রাজামশাই। তখন রাজা মাসে বলে তোমরা আমাকে পাঁচ বোন কিছু দেখাবে।

তখন বৃদ্ধ লোকের বড় মেয়ে বলে আমি সিলাই করে থাকি। আমাকে সেরা একটি কাপড় দিল আমি তার সেলাই করে দেবো দেখে মনে হবে না যে এটি সেলাই করা হয়েছে। রাজা তার কথা মেনে নেয়।

রাজা তাকে একটি ছেঁড়া কাপড় দেয়। বৃদ্ধ লোকের বড় মেয়ে কাপড়টি সেলাই করে । একটি মন্ত্র পড়ে কাপয়টির উপরে দেয়। এরপর কাপড়টি রাজা মশাইয়ের কাছে দেয় রাজামশাই দেখে এটি একদম নতুনের মত দেখাচ্ছে।

এরপর মেজ বোন বলে এবার আমি আপনাকে কিছু দেখাবো। তখন রাজামশাই বলে কি। মেজ বোন বলে আমি রান্না করতে পারি। রাজামশাই বলে তুমি আমাদের রান্না ঘরে গিয়ে রান্না করো।

The story of five sisters. An old man lived in a village. He had five daughters. But the king of that village was very bad. When he heard that a girl from the village had given birth, he kept them in prison.

But the old man fooled the king and raised his five daughters. The old man was very scared. If the king listens to his daughter, he will put them in prison. So he kept all the doors and windows of their house closed.

He used to say to his five leaders, "Don't worry, Dad, we will protect you with the five things that you five sisters have taught us."

Then the old man said, "If I die, you can use the five things I taught you to save yourself." One day the king's guards heard the old man's 5 daughters and came to their house.

Then they took the old man Sarkar to the king with his five daughters. King says you raised them from small to big for so many years but I didn't know that. Then the old man's five daughters say you punish us but do nothing to our father.

Then their father does not say, King, you keep me in prison, do nothing to them. Then Rajamshai says I will not imprison you on one condition. Then the man said what the girls Rajamshai. Then the king said in the month you five sisters will show me something.

Then I sewed the old man's eldest daughter. Give me one of the best clothes I can sew, it will look like it was sewn. The king obeyed.

The king gave him a torn cloth. The old man's eldest daughter sews the cloth. A mantra is recited and placed on top of the cup. Then he gives the cloth to Raja Mashai. When Rajamshai sees it, it looks like brand new.

Then I will show you something. Then what does Rajamshai say? Maj sister says I can cook. Rajamshai says you go to our kitchen and cook.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62800.25
ETH 2449.72
USDT 1.00
SBD 2.57