সুন্দর হবার প্রথম শর্ত সুন্দর ও মার্জিত ব্যক্তিত্ব সম্পর্ণ হওয়া

in #golpo2 years ago (edited)

Screenshot 2021-02-28 003400.png

এবার আসা যাক চলন ও আচার আচরণের প্রসঙ্গে । আপনি ভাবছেন একজন শিক্ষিত মানুষকে নিশ্চয় তার চলন বলন আচার আচনণ সম্পর্কে জ্ঞান দানের প্রয়োজন পড়ে না । কিন্তু

আমরা অন্যেকেই জ্ঞান থাকা সত্তেও সেই জ্ঞানের প্রয়োগটা যথাসময়ে যথা যথ ও সঠিক ভাবে করতে উঠতে পারিনা বা করিনা । এটার মুল কারণ নিজের ও পারিপাশ্বিক অবস্থার সঙ্গে সঙ্গতির অভাব নিজের সচেতনতা অভার । আপনি যদি নিজ সম্পর্কে সচেতন হয়ে চলেন ।
আপনার চারপাশে কারা আছেন এক কথায় স্থান , কাল পাত্র বুঝে চলেন কথা বলেন বা আচার আচরণ একটু সচেতন ও মার্জিতভাবে করেন তবেই আপনার মধ্যে প্রকাশ পাবে বিশেষ এক ব্যক্তিত্ব । প্রতিটি মানুষ তার আচার ব্যবহার ও ব্যক্তিত্বের কারণে আলাদা বিমোচনে ভূষিত হতে পারে ।

একথায় অর্থ এই নয় যে আপনি সব ক্ষত্রেই ভাব গম্ভির হয়ে থাকবেন । স্থান কাল ও পাত্র ভেদে আপনার অভিব্যক্তি আপনি প্রকাশ করতে সচেষ্ট হবেন্। আপনার সুন্দর বাচন ভঙ্গি আপনার ভাবনা ও কথায় গম্ভীরতা সহজেই পারে যে কাউকে আকৃষ্ট করতে । সব সময় মনে রাখা উচিত এই জীবন , যৌবন রঙ রুপ সবই ক্ষণস্থায়ী । মানুষ মনে রাখে মানুষের গুন মানুষ মনে রাখে মানুষের ব্যবহার তার কথা ।

দিন যায় কথা থাকে । রঙ রুপ দুদিন থাকে নিজেকে গড়ে তুলুন একজন গুনী মানুষরুপে একজন ভদ্র মার্জিত রুচিবান ভাল মানুষ রুপে। আপনার ভালো বা অসুন্দর রুপের ভাবনা না ভেবে নিজের ভেতরের সৌন্দর্যকে মেলে চলুন । তবেই আপনি হতে পারবেন প্রকৃত সুন্দর একজন মানুষ । মানব চরিত্রের সবচেয়ে বড় গুন হলো ব্যক্তিত্ব । এই ব্যক্তিত্ব একজন অতি সাধারন নর বা নারীকে অসাধারন করে তোলার ।

দৈহিক স্যেন্দর্য রক্ষায় পাশাপাশি জীবনের প্রতিক্ষেত্রে সঠিক মতামত প্রকাশ করাও দৃঢ়ভাবে সে মত পোষন সব সময় মনে রাখা প্রয়োজন তাহলো ছোটদের সাথে আপনার ব্যবহার হবে যেমন সহজ সরল তেমনি সমবয়স্কদের কাছে আপনার ব্যবহার হওয়া উচিত হাসি খুশি , উদার ও খোলা মেলা ।

কিন্তু বয়স্কদের প্রতি শ্রদ্ধা, বিনয়ী ও নম্র ভাব প্রকাশ করতে হবে । আর সমতা হলেই বয়সীদের সাথে বন্ধত্বপূর্ণ আচরন আপনার ব্যক্তিত্বে ফুটিয়ে তুলবে বিশেষ গুন আপনি সবার কাছে হবেন আদরনীয় ।

আপনার চরিত্রের সাথে প্রয়োজন শিষ্টাচার ও আতিথিয়তা, দাঁড়ানো,বসা বা হাঁটাচলা , হাসি ও কথা বলাতে থাকবে অনন্য বৈশিষ্ট প্রতিদিন স্থান কাল পাত্র ভেদে আপনাকে নির্ধারণ করতে হবে কোথায় কখন কার সাথে কিভাকে কথা বলতে হবে কিভাবে চলত হবে । প্রয়োজনের অনেক কিছু মানিয়ে চলতে হবে আপনাকে । দেখবেন এগুলো আপনার ভেতর তৈরিই ছিল ।

শুধু প্রকাশে কিছুটা কমতি ছিল । ক্রমাগত অনুশীলন বা চর্চার মাধ্যমে এ বিষয়গুলোই হবে আপনার চরিত্রের অনবদ্য বৈশিষ্ট।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56278.39
ETH 2377.99
USDT 1.00
SBD 2.29