গজল কভার :- ইকরা..ইকরা..পড়, ইকরা..ইকরা
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
ইকরা..ইকরা..পড়, ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড়, ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড়, ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড়, ইকরা..ইকরা....।
জ্ঞানী হলে ইকরা..জানতে হলে ইকরা..
আল্লাহ বলেন ইকরা..আল্লাহ নামে ইকরা..
পড় শব্দ.. আঁকো স্বপ্ন..
পড় শব্দ.. আঁকো স্বপ্ন..
বাঁধো বইয়ের সাথে ভাব..
বইতো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পড়
ইকরা.. ইকরা..পড় ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড় ইকরা..ইকরা....।
জ্ঞান সারাক্ষণ বন্ধু..দেয় নাতো..সে ধোঁকা
পড়তে যারা চায় না তারা.. ভীষণ বোকা..।
জ্ঞান সারাক্ষণ বন্ধু..দেয় নাতো.. ধোঁকা
পড়তে যারা চায় না তারা.. ভীষণ বোকা..।
ধন্য মানুষ পূর্ণ মানুষ..
ধন্য মানুষ পূর্ণ মানুষ..।
পড়েই তবেই তো হয়
পড়ালেখার বেলায় আর কোন অজুহাত নয় পড়
ইকরা.. ইকরা..পড় ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড় ইকরা..ইকরা....।
জ্ঞান আহরণ ছাড়া.. হয়নি.. তো কেউ বড়
শব্দে শব্দ জুড়ে তোমার তুমি গড়ো..।
জ্ঞান আহরণ ছাড়া.. হয়নি.. তো কেউ বড়
শব্দে শব্দ জুড়ে তোমার তুমি গড়ো..।
শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মনোন
শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মনোন,পড়ালেখাতে হয়..।
আজকে গড়ার সময়, আর কোন আলস্য নয় পড়
ইকরা.. ইকরা..পড়,ইকরা..ইকরা....
ইকরা.. ইকরা..পড়,ইকরা..ইকরা....।
ইকরা.. ইকরা..পড়, ইকরা..ইকরা....।
ইকরা.. ইকরা..পড়, ইকরা..ইকরা....।
🥀গজলের কিছু তথ্য🌹
গজল:- ইকরা..ইকরা..পড়, ইকরা..ইকরা।
গাজল কভার:- তুহিন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গজল হচ্ছে মনের খোরাক। গজল শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গজল শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গজল শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গজল গুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গজলের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গজলটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গজলটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গজল শোনার জন্য।
ভাইয়া আপনার মিষ্টি কন্ঠে চমৎকার একটি গজল পরিবেশন করেছেন। গজল শুনতে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে এই গজলটি শুনে খুবই ভালো লাগলো। চমৎকারভাবে গজল পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
গজল শুনতে আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গজল আমাদের মাঝে কভার করেছেন। আপনার কন্ঠে গজলটি শুনে বেশ ভালো লাগলো। এই ধরনের গজলগুলো যতই শুনি ততই ভালো লাগে। সুন্দর একটি গজল আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটা গজল করার পরে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার গান এবং গজল এর কন্ঠ অনেক সুন্দর তাই তো এগুলো শুনতে আপনার কন্ঠে খুবই সুন্দর। এত সুন্দর একটা গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটা সময় ছিল যখন এই গজল প্রতিদিনই শোনা হতো এবং দিনে অনেকবার শোনা হতো৷ তবে এখন তেমন একটা শোনা হয় না৷ আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে এই গজল শুনে খুবই ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি এখানে এই গজল কভার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷