জেদ এবং ভালোবাসায় বিজয়
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর প্রেমের গল্প নিয়ে হাজির হলাম।গ্রামের ছেলে রাহাত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো বড় কিছু করার। গ্রামের সবকিছুই তার কাছে প্রিয় ছিলো, তবে সে জানতো জীবন তাকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। একদিন তার বাবা তাকে শহরে পাঠালেন পড়াশোনা করার জন্য। শহরে পৌঁছানোর পর প্রথম দিন, রাহাত ঘুরে দেখলো ভীড়, উজ্জ্বল আলো আর অচেনা মানুষ। এই নতুন শহর তাকে ভয় দিলো, কিন্তু একই সঙ্গে উত্তেজনাও দিলো।দ্বিতীয় দিন, কলেজে প্রথম ক্লাসে রাহাতের চোখ পড়লো নীলার উপর। নীলা ছিলো বড়লোক বাবার মেয়ে, সুদর্শন, স্মার্ট এবং আত্মবিশ্বাসে ভরা। রাহাত প্রথম দেখাতেই তার হৃদয়ে একটা অদ্ভুত ভালোবাসার অনুভূতি জন্মালো। সে জানতো, নীলা তার জন্য অচেনা, কিন্তু সে কোনোভাবে তার মন জয় করতে চায়।তৃতীয় দিন, রাহাত নীলার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলো। সে হাসলো, মজা করলো, নানা ছোট ছোট কথায় তাকে খুশি করার চেষ্টা করলো। কিন্তু নীলা তাকে পাত্তাই দিল না। নীলা ভাবলো, "গ্রামের সাধারণ ছেলেটি আমার মানসিকতা এবং জীবনধারার সাথে মানাবে না।" রাহাতের হৃদয় ভেঙে গেলো। সে বুঝতে পারলো ভালোবাসা সহজ নয়।চতুর্থ দিন, রাহাত সিদ্ধান্ত নিলো হাল ছাড়বে না। সে প্রতিদিন পরিশ্রম করলো, রাত-দিন পড়াশোনা করলো, নতুন নতুন দক্ষতা অর্জন করলো। সে জানতো কেবল ভালোবাসা নয়, নিজের পরিশ্রম এবং অর্জন দিয়ে প্রমাণ করতে হবে।এক বছর পর, রাহাত শহরের একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠলো। তার নাম সম্মান এবং তার কাজের দক্ষতা সবাইকে মুগ্ধ করতো। এখন রাহাত আর গ্রামের ছেলেটি ছিলো না; সে নিজেকে প্রমাণ করেছে, নিজের স্বপ্ন পূরণ করেছে।দীর্ঘ সময় পর, এক অনুষ্ঠানে রাহাত আর নীলার দেখা হলো। নীলা প্রথমে তাকে চিনতে পারলো না। তারপর ধীরে ধীরে বুঝতে পারলো যে গ্রামের সাধারণ ছেলেটি যে তাকে ভালোবাসতো, আজ একজন সম্মানিত ও সফল মানুষ। নীলা নিজের ভুল বুঝতে পারলো এবং রাহাতের কাছে ক্ষমা চাইল। রাহাতও হাসলো, তবে তার হৃদয়ে সেই পুরনো ভালোবাসা আজও ছিলো।শেষে, দুজনের মধ্যে বোঝাপড়া হলো। রাহাত নীলাকে বিয়ে করলো। তাদের জীবন একসাথে সুন্দর হয়ে উঠলো।গল্পের শিক্ষা হলো ভালোবাসা কখনও ছোট নয়। উপেক্ষা কখনও শেষ নয়। যে সত্যিকারের ভালোবাসতে জানে সে জেদকে শক্তি বানিয়ে একদিন সব জয় করতে পারে।
Posted using SteemX
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | ক্যানভা। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1962207048869052439
https://x.com/JannatulF57996/status/1962208891477102616
https://x.com/JannatulF57996/status/1962210551318356004