“ দু:শ্চিন্তা যেকোন রোগের কারণ “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
দু:শ্চিন্তা যেকোন রোগের কারণঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেব একটি জেনারেল রাইটিং পোস্ট।আজকের লেখার বিষয়টি নিয়ে কিছু আলোচনা তুলে ধরছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আজকের লেখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।দু:শ্চিন্তা মানব জীবনের একটি বড় সমস্যা।চিন্তা মানুষের শরীরের অনেক বেশি ক্ষতির কারণ।মন খারাপ হলে শরীর যেকোন ভাবে খারাপ হয়ে যায়।একজন সুস্থ সবল মানুষ ও যদি দীর্ঘমেয়াদী কোন চিন্তা করে তবে কিছুদিন পর দেখা যাবে সেই মানুষটি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যায়।
চিন্তা কিংবা দু:শ্চিন্তা কোনটাই আসলে ভালো নয়।আমরা যতই বলিনা কেন কোন বিষয় নিয়ে চিন্তা করব না,কিন্তু চিন্তা কিন্তু এসেই যায়।চিন্তা মানুষের শারীরিক অনেক সমস্যার কারণ।আমরা জানি,বুঝি তারপরও চিন্তা যেনো কিছুতেই ছাড়তে পারিনা।এই চিন্তা আমাদের দুঃশ্চিন্তা পর্যন্ত নিয়ে যায়।এরপর আমাদের মন বিষন্ন হয়ে পরে।এরপরের ধাপেই আমরা যেকোন রোগে আক্রান্ত হয়ে পরি।
এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে।আমাদেরকে ধৈর্যশীল হতে হবে।চিন্তা না করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সাহায্য চাইতে হবে।আমাদের মনে রাখতে হবে দু:শ্চিন্তা কোনো সমাধান এনে দিতে পারেনা।বরং দু:শ্চিন্তা আমাদের কঠিন রোগ থেকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে।আমাদের সমাজে অনেক মনীষী আছেন,তাদের জীবদ্দশায় দেখা যায় তারা চিন্তা নয় বরং ধৈর্যধারণ করে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করেছেন।আসুন আমরা ও এখন থেকে আর কোনো চিন্তা বা দু:শ্চিন্তা না করে নিজেদের উপর নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলি।সুস্থ থেকে যেকোন সমস্যার সমাধান বের করে নিয়ে আসি।আশাকরি আমার আজকের এই লেখনীর মাধ্যমে আমি সুন্দর ভাবে বিষয়টিকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।
Upvoted! Thank you for supporting witness @jswit.