বন্ধুর জন্মদিনের পার্টিতে আমার সেই ‘অদৃশ্য উপহার’ দেওয়ার কাণ্ড।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধু রূপমের জন্মদিনে আমার সাথে ঘটে যাওয়া মজার কাহিনি , তো চলুন শুরু করি।
আমার জীবনের কিছু ঘটনা আছে, যা শুধুই হাসি-তামাশার জন্য তৈরি হয়। গত মাসে আমার ঘনিষ্ঠ বন্ধু রূপমের জন্মদিনের পার্টিতে গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছিলাম, যা মনে পড়লে আজও একা একা হাসি। সেই ঘটনাটা বলি।
আমি ঠিক করেছিলাম, রূপমকে চমকে দেব। ওর পছন্দের একটা দারুণ সুন্দর জামা কিনেছিলাম। উপহারটা খুব যত্ন করে একটা রঙিন প্যাকেটে মুড়েছিলাম, তারপর তার ওপরে একটা শুভেচ্ছা কার্ডও লাগিয়েছিলাম।
সন্ধ্যার পর তৈরি হয়ে বেরোলাম। উপহারের প্যাকেটটা হাতে নিলাম, একবার দেখলাম, সব ঠিক আছে। মনে মনে দারুণ ফুরফুরে ভাব, ভাবছি রূপম জামাটা দেখে খুশি হবে। পথে আমার এক পুরোনো পরিচিত কাকার সঙ্গে দেখা হলো, তাঁর চায়ের দোকানে। তিনি আর আমি গল্পে মেতে উঠলাম। কাকা কথায় কথায় বললেন, "আজকালকার ছেলেপিলেরা নাকি উপহার দিতে ভুলেই যায়।" আমি তখন হেসে বলেছিলাম, আমার হাতেই তো উপহার।
গল্প শেষ করে, আর দেরি না করে রূপমের বাড়ির দিকে এগোলাম। রূপমের বাড়িতে পৌঁছে দেখি, বেশ জমজমাট আয়োজন চলছে। সবার সাথে কুশল বিনিময় করে রূপমকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালাম। রূপম খুব খুশি হলো। তারপর সে বললো, কই রে, আমার উপহার কই, বের কর।
আমি তখন খুব স্বাভাবিকভাবে পকেটে হাত দিলাম। কিন্তু পকেটে তো শুধু আমার মানিব্যাগ আর চাবি। হাতের দিকে তাকালাম, আরে বাবা, হাতে তো কোনো উপহারের প্যাকেট নেই। বুকটা ধড়াস করে উঠলো। আমি কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে চারপাশে তাকালাম, যেন উপহারটা আকাশ থেকে নেমে আসবে।
রূপম আর অন্যরা আমার কাণ্ড দেখে হাসতে শুরু করলো। আমার তখন মনে পড়লো, চা-দোকানে কাকার সঙ্গে গল্প করার সময় আমি উপহারের প্যাকেটটা পাশের বেঞ্চের ওপর রেখেছিলাম। মাথায় হাত দিয়ে আর সেখানে দাঁড়ালাম না। রূপমকে শুধু বললাম, দাঁড়া, আমি এখনই আসছি, এই বলে এক ছুটে আবার সেই চায়ের দোকানে গেলাম।
সেখানে গিয়ে দেখি, কাকা তখনও বসে আছেন। আর তাঁর ঠিক পাশে, আমার সেই উপহারের প্যাকেটটা বেঞ্চের ওপর অপেক্ষা করছে। আমি ছুটে গিয়ে সেটা হাতে নিলাম। কাকা অবাক, তিনি বললেন, আরে বাবা, এটা কী, তুমি ভুলে চলে গিয়েছিলে। আমি লজ্জা পেয়ে তাঁকে সব বললাম। কাকা আমার কাণ্ড দেখে হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন।
আমি দ্রুত রূপমের বাড়িতে ফিরে এলাম। যখন উপহারটা রূপমের হাতে দিলাম, তখন সে আর ওর বন্ধুরা হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। আমি মজা করে বললাম, এটা ছিল আমার অদৃশ্য উপহার দেওয়ার কৌশল। যদিও আমার কথায় কেউ বিশ্বাস করেনি। আসলে সেই দিন উপহারের চেয়ে আমার এই ভুলে যাওয়া আর দৌড়ে যাওয়াটাই পার্টির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আমার বন্ধুরা আজও সেই কথা মনে করে আমাকে নিয়ে হাসাহাসি করে। এই ভুলটা আমার জীবনের একটা দারুণ মজার স্মৃতি হয়ে রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5