Forgive me !

in #forgiveness6 years ago

কবিতা :ক্ষমা করো আমায়

তোমার বাণী কেন করেনি গ্রহণ
ক্ষমা করো আমায়
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো সেই পথ
ক্ষমা করো আমায়।
বিলাস বিভাব দলিয়াছ পায়
ধূলিসম তুমি প্রভু
তুমি চাহো নাই আমরা হইব
বাদশাহ,নওয়াব কভু।
এই ধরণীর ধন সম্পদ
সকলে তাহে সম অধিকার,
তুমি বলেছিলে ধরণীতে সবে
সমান পত্রবৎ
ক্ষমা করো আমায়।
তোমার ধর্মের বিশ্বাসীদের
তুমি ঘৃণা নাহি করে,
আপন তাদের করিয়াছ সেবা
ঠাঁই দিয়েছ তুমি ঘরে।
ভিন্ন ধর্মের পূজা মন্দির
ভাঙ্গতে আদেশ দাওনি,হে বীর!
আমরা জাতিকে সহ্য
করতে পারি না পর মত
ক্ষমা করো আমায়।
তুমি চাও নাই ধর্মের নামে
গ্লানি কর হানাহানি,
তলোয়ার তুমি দাওনি হাতে
দিয়েছ অমর বাণী।
মোরে ভুলে গিয়ে তবুও উদারতার
শার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশ্ত থেকে ঝরে নাকো তোমার রহমত।
তোমার বাণীকে করিনি গ্রহণ
ক্ষমা করো আমায়।
20180925_221410.jpg
I am sayemun
@onik444

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63665.23
ETH 2621.19
USDT 1.00
SBD 2.77