Aloe Bit’s N’ Praches

in #forever3 years ago (edited)

Forever-Aloe-Bit’s-N’-Praches-bdshoppings.jpg
অ্যালাে ভেরা সাথে আমেরিকান পিচ ফলের অকৃত্রিম স্বাদ ও গন্ধ সমৃদ্ধ। সারা বিশ্বের মানুষ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অ্যালাে ভেরা ব্যবহার করতেন।

উপকারিতা :

হজমে বিশেষ উপকারী।
বাচ্চদের খাবারের রুচি বৃদ্ধি করে।
অ্যালাে ভেরা জেলের সমস্ত গুন সমৃদ্ধ।
শরীরে রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে।
পিচ ফলের স্বাদযুক্ত অ্যালাে ভেরা পানীয়।
অন্ত্রে অতিরিক্ত কৃমি হওয়া রােধ করে।
অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করে।
ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
বাচ্চাদের শারীরিক ক্ষমতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
তরতাজা ফলের স্বাদ ও গন্ধ যা দেবে সদ্য খাঁটি পিচ ফলের পানের অনুভূতি।
ছােটছােট ছেলেমেয়েদের শাররিক ভাবে সুস্থ রাখার পাশাপাশি বেড়ে উঠতে সাহায্য করে।
পিচ ফলের মিশ্রণ যা দেয় “Carotenoids” নামে অতি মূল্যবান অ্যান্টি-অক্সিডেন্ট সমূহ এবং ভিটামিন এর উৎস।

ফরএভার অ্যালাে বিটস এন পিচেসঅ্যালাে বিটস এন পিচেস সূর্যের তাপে পাকা পিচ ফলের অদ্বিতীয় স্বাদ ও ১০০% স্ট্যাবিলাইজড অ্যালাে ভেরার তাজা ছােট ছােট টুকরাে সহ অনেক পুষ্টিকর উপাদানের মিশ্রণে তৈরী চমত্তার স্বাদযুক্ত স্বাস্থ্যকর পানীয়।

“ ভাল ফলাফলের জন্য Natural Healing, স্বাভাবিক চিকিৎসার পাশাপাশি কমপক্ষে তিন মাস চলবে। উল্লেখিত প্রডাক্টস গুলাে কোন ঔষধ নয়, Food Supliment”

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.86
ETH 3531.12
USDT 1.00
SBD 2.53