রাতের বেলায় হঠাৎ করে অনলাইনে বার্গার অর্ডার করলাম ।।

in #food3 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বর্তমান সময়ে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলোর জনপ্রিয়তা অনেক বেড়েছে, বিশেষ করে রাতের বেলায় হঠাৎ ক্ষুধা লাগলে। ফুডপ্যান্ডা এমনই একটি জনপ্রিয় অ্যাপ, যা রাতেও খাবার ডেলিভারি দেয়। সম্প্রতি হঠাৎ আমার বার্গার খেতে মন চাই তাই রাতের দিকে ফুডপ্যান্ডা থেকে একটি বার্গার অর্ডার করেছিলাম।

ফুডপ্যান্ডার অ্যাপে ঢুকে কাছাকাছি রেস্টুরেন্টগুলোর তালিকা দেখলাম। বিভিন্ন অপশন থাকলেও আমি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে "চিজি বিফ বার্গার" অর্ডার করলাম। অর্ডার করার সময় দেখলাম, প্রায় ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি পৌঁছানোর কথা বলা হয়েছে।

IMG20250126204612.jpg

অর্ডার দেওয়ার পরপরই ফুডপ্যান্ডা থেকে অর্ডার কনফারমেশন মেসেজ এলো। এরপর আমি অ্যাপে রাইডারের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারছিলাম। প্রায় ৩৫ মিনিট পর রাইডার আমার বাসার দরজায় এসে পৌঁছাল। তিনি খুব ভদ্রভাবে খাবারটি ডেলিভার করলেন।

বার্গারের প্যাকেজিং বেশ ভালো ছিল, তবে খানিকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যা কিছুটা হতাশাজনক। স্বাদ ছিল চমৎকার, তবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নরম হয়ে গিয়েছিল। খাবারের মান মোটামুটি সন্তোষজনক ছিল, তবে যদি গরম অবস্থায় আসত, তাহলে আরও ভালো লাগত।

IMG20250126204554.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

রাতের বেলায় ক্ষুধা লাগলে ফুডপ্যান্ডা বেশ ভালো সমাধান। তবে দ্রুত ডেলিভারি এবং গরম খাবার নিশ্চিত করলে অভিজ্ঞতা আরও ভালো হতো। তাই ভবিষ্যতে খাবার অর্ডার দেওয়ার আগে রেস্টুরেন্টের রেটিং ও রিভিউ দেখে নেওয়াই ভালো।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.037
BTC 94657.36
ETH 1804.01
USDT 1.00
SBD 0.86