biroti restora

in #food7 years ago

ফার্স্ট টাইম বিরতি রেস্টুরেন্ট এ খেতে গিয়েছিলাম গতকাল বিকালে। চিকেন চাপ আর কাশ্মীরি নান।আমার কাছে চিকেন চাপ টা একদম টেস্টলেস লেগেছে!!!কষ্ট পাইলাম খুব!!এত সুন্দর একটা পরিবেশ কুমিল্লার মধ্যে সেরা মনে হয়েছে!!এত সুন্দর একটা রেস্টুরেন্ট কিন্তু খাবার এর স্বাদ আমার মনে হয় বাড়ানো উচিত।বিরতি আমাদের হাতের কাছেই। তাই এটার ভালো সুনাম মানে আমাদের সুনাম:-)
সাথে মেয়োনিজ না কি দিয়ে জানি একটা সালাদ আর আমের আচার ছিল যা খুবি স্বাদ ছিল। একদম ১০/১০ দেয়া যায়।জাস্ট অসাধারণ!!
হয়তো অন্যান্য আইটেম গুলা ভালো হবে।
দাম:সরি দাম টা মনে নেই।

image

ব্যবহার:১০/১০ অনেক হাসিখুশি নিয়ে কথা বলে। আমাদের কে ছবি ও তুলে দিয়েছে বলাতে।
এত সুন্দর রেস্টুরেন্ট আশা করি উনারা খাবারের মানের দিকে নজর দিবে।যদিও শুনেছিলাম গ্রিল টা নাকি টেস্ট আছে উনাদের এখানে পরে শুনেছি। না হয় গ্রীল ই নিতাম:-)
কেউ যদি সুন্দর একটা সময় কাটাতে চান সেখানে অবশ্যই যাবেন:-) এত নিরিবিলি আর বিশেষ করে ছাদে মনের মতো করে আড্ডা দিতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112474.92
ETH 4331.81
SBD 0.84