ঝাল ভেলপুরি ও কুলফি।

in #food-review2 years ago

ঝাল ভেলপুরি ও কুলফি।

🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

2E3C4384-16E4-4916-97DD-A0689B6F3B44.jpeg

Canva দিয়ে তৈরি

nowrin,.png


কয়েকদিন আগে বলেছিলাম ফ্যামিলির একটা নিউবর্ন বেবির জন্যে ড্রেস কিনতে আড়ং এ গিয়েছিলাম।তো সেদিন আবার একটু খাওয়া দাওয়া ও হয়েছিলো।আসলে শপিং করতে যাবো আর খাওয়া দাওয়া হবেনা।তা কি আর হতে পারে? আমার জন্যে তো হতেই পারে না।আর আপনাদের বিষয়টা জানিনা।নাকি আপনারাও আমার মতোই ভাবেন!আসলে বেশিরভাগ মানুষ স্বীকার না করলেও আমার মনে হয় এমনটাই ভাবনা চিন্তা রাখে।সে যাই হোক,তো সেদিন আমি আড়ং এর আউটলেট এর তেমন কোনো ছবিই আপনারের সাথে শেয়ার করিনি।কারণ সেদিন পোস্টটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছিলো আর এতো বড় লেখা পড়ে আসলে মজাও পাওয়া যায়না।কারণ অতিরিক্ত বড় লেখা কেনো জানিনা আজকাল আর মানুষজনকে আকর্ষিত করেনা।হয়তো সবার তাড়া থাকে সে কারণেই এমনটা হয়।এ ছাড়া আর কি হতে পারে তা অন্তত আমার জানা নেই।আসলে আজকালকার জীবনে সবাই আমরা ভীষণ ব্যস্ত।এ ব্যস্ততার মাঝে নিজেকে একটু খানি সময় দেওয়াটাও অনেক কঠিন মনে হয়।আর তার উপর এতো লম্বা লম্বা পোস্ট পড়তে বিরক্ত লাগাটা অস্বাভাবিক ও মনে হয়।লম্বা পোস্ট বলতে আমি বুঝাচ্ছি অহেতুক লেখাকে।অনেক বড় লেখাই থাকে যেগুলো খুবই দরকারি।তবে আবার অনেক লেখা থাকে তেমন একটা প্রয়োজন নেই।

8C9FA089-8B05-4466-8CBC-A273EA7EE2AC.jpeg60B85922-B229-4A4F-9488-38D0CA2C5C1E.jpeg
FABB3D48-28B9-43B8-B136-F79A1D342EB3.jpegC5BF159C-474C-458E-BD1E-9F01363F45D0.jpeg

যাই হোক,আমি নিজেও অতিরিক্ত কথা বলা মানুষ।তাই এক লাইনে কথা বলতে বলতে কখন যে অন্য লাইনে চলে যাই তা আসলে মাঝেমধ্যে ভেবেই উঠতে পারিনা।যাই হোক,কিছু ইন্টেরিয়র এর ছবি শেয়ার করছি।আসলে ঠিক ইন্টেরিয়র না এটা আউটডোর ছবি।আড়ং থেকে বের হয়েই বাইরের পরিবেশটাও বেশ সুন্দর ভাবে সাঁজানো।বিশেষ করে সিড়ির দিকটা বেশ ভালো লাগে দেখতে।

929FCF77-8168-4F60-8407-C56BBA7F3C7F.jpeg

তো এরপর আড়ং থেকে একটু ঘুরে আবার আসলাম ফিনলের সামনে।কারণ হলো ভেলপুরি খাওয়ার কথা ছিলো।আমরা চট্টগ্রামের এই জায়গাটে আসবো আর ভেলপুরি খাবোনা এমন না খুব কম ই হয়েছে এ জীবনে।কারণ এই জায়গার ভেলপুরিটা আমার অসম্ভব বেশি পছন্দ।তো আমরা ভেলপুরি অর্ডার দিয়ে দিলাম দুই প্লেইট।

7358F7D2-57B6-449A-8A94-0C2093844F7A.jpeg8B8ED4AC-FC28-4386-9D61-401A66AF5C3E.jpeg
0B8C4334-675E-49EC-8B93-4E6C68EB9757.jpegADCB725D-3B0F-4DEA-841F-7D9702A2BC08.jpeg

এরপর ভেলপুরি দেওয়া হলো।আহা একবার জাস্ট দেখুন দেখতে লাগছে কেমন!যেমন ভেলপুরির ভেলটা ক্রিস্পি ,তেমন পুর টা ঝাল আর মজা।সব চেয়ে মজার পার্ট হচ্ছে এর টকটা।কারণ টকটাতে ঝাল,মিষ্টি,টক সব কিছুই পাওয়া যায়।অর্থাৎ টেস্টটা জাস্ট অসাধারণ লাগে।

A47529D1-80B8-49BB-961E-FAA5883CF2E3.jpeg

ভেলপুরি আসলে এক প্লেইট খেলে পেট ভরলেও ঠিক মন ভরে না।কারণ?কারণ এতো বেশিই মজা লাগে।আর আমরা দুই বান্ধুবী হলাম ঝাল পাগল।তাই আরো দুই প্লেইট নিলাম অতিরিক্ত ঝাল দিয়ে।আর আমরা কেমন ঝাল খাই তা আশা করি দেখেই বুঝতে পারছেন।

19F632FE-7ABA-434A-B89D-0512AC110DD6.jpeg68E62788-1665-4E70-A6A2-942B93EFF51F.jpeg

কেমন ঝাল খেয়েছি তা তো দেখেছেন ই!এরপর আসলে মুখ জাস্ট জ্বলে যাচ্ছিলো।তাই ঝটপট পাশের আইসক্রিম ওয়ালা দেখে দুটো আইসক্রিম নিয়ে নিলাম।এই আইসক্রিমটা আমার অসম্ভব পছন্দের।

4D51793D-325F-4833-B2AB-53EBCDA7C83A.jpeg

আইসক্রিম দেখতে যেমন লোভনীয়,খেতেও তেমন স্বাদ কিন্তু।এরপর আবার ফিনলে তে ঢুকেছিলাম আরো কিছু কাজে।এরপর আরো একটি জায়গায় গিয়েছিলাম তা আমি পরবর্তী পোস্টে উল্লেখ্য করবো।


ভালোবাসা নিবেন ❤️
ইতি,
@nusuranur


8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45