filim blog

in #filinblog7 years ago

নজরকাড়া গ্ল্যামারের অধিকারিনী র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া (Peya) ২০০৭ সালে মিস বাংলাদেশ হয়েছিলেন। রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় উপস্থিত হওয়া এই মডেল এবং অভিনেত্রী একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরেন পিয়া। ২০০৮ সাল থেকে তিনি র‌্যাম্প মডেলিং শুরু করেন। পিয়ার আন্তর্জাতিক শো’র মধ্যে রয়েছে জার্মানীর টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড, সাউথ কোরিয়ার মিস ইউনিভার্সিটি ২০১১ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩। টিভি পর্দায় পিয়ার অভিনয় শুরু হয় পার্থ সরকারের পরিচালনায় ‘টু বি অর নট টু বি’ টেলিছবির মাধ্যমে। এরপর থেকে বেশ কিছু টিভি নাটক এবং টেলিফিল্মে দেখা গেছে তাকে। ২০১৩ সালে তিনি বাংলাদেশী সংগীতদল শিরোনামহীনের শিরোনামহীন শিরোনামহীন অ্যালবামের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেন। ২০১৩ সালের মার্চে, মিশরের রেড সী, এলগোয়ানাতে অনুষ্ঠিত “টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড ২০১৩” প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসে আইন বিভাগে পড়াশোনা করেছেন।. image

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26