ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন সুবিধা

in #facebook7 years ago

বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে ফেসবুক। এখন থেকে গ্রুপের কোনো সদস্যকে সাময়িকভাবে কোন পোস্ট ও কমেন্ট করা থেকে বিরত রাখতে পারবেন অ্যাডমিন।

আরও সহজে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই যেন গ্রুপ পরিচালনা করা সম্ভব হয় সেজন্যই সম্প্রতি এই ফিচারগুলো চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

চালু করা আরেকটি ফিচার হলো একাধিক গ্রুপ পরিচালনা করেন, এমন কোনো অ্যাডমিন চাইলে একবারেই সবগুলো গ্রুপ থেকে কোনো সদস্যকে অপসারণ করতে পারবেন।

এখন থেকে গ্রুপ অ্যাডমিন সহজেই নতুন সদস্যদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন। এজন্য কোনো ওয়েলকাম পোস্ট লিখলেই সেখানে স্বয়ংক্রিয়ভাবে নতুন সদস্যদের ট্যাগ করবে ফেসবুক।

এর পাশাপাশি মেম্বার প্রোফাইল এবং আরও উন্নত গ্রুপ ইনসাইট সুবিধাও যুক্ত করেছে। এর ফলে পেজের মতো এখন থেকে গ্রুপেও শিডিউল পোস্ট করা যাবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83497.83
ETH 1839.77
USDT 1.00
SBD 0.72