Science and Technology : Part 02 (Bangla)

বিশ্বে প্রথম স্মৃতিশক্তি প্রতিস্থাপন

চিকিৎসা বিজ্ঞানে মেমোরি ট্রান্সপ্লান্ট বা মেমোরি প্রতিস্থাপন নিয়ে গবেষণা হচ্ছে কয়েক দশক ধরে।
imageimg src
এবার সেটা বাস্তবে পরিণত হয়েছে। এক্ষেত্রে শামুকের মেমোরির সফল প্রতিস্হাপন করতে সক্ষম হন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী। একটি শামুক থেকে আরেকটি শামুকে RNA নামে এক ধরনের জিনগত তথ্যের রূপান্তর ঘটিয়ে মেমোরি প্রতিস্থাপনের এ কাজ সম্পন্ন করা হয়। এর পরের ধাপেই আসছে মানুষের পালা।

মঙ্গলে যাবে নাসার হেলিকপ্টার

মঙ্গল গ্রহে ছোট একটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে নাসা। ২০২০ সালে লাল গ্রহটিতে পরবর্তী প্রজন্মের একটি রোভার বসানোর মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি পাঠাবে সংস্হাটি।
imageimg src
মঙ্গলের পাতলা বায়ুমন্ডলে উড়তে পারবে এমনভাবেই নকশা করা হয়েছে রিমোট নিয়ন্ত্রিত হেলিকপ্টারটি। প্রায় চার পাউন্ড ওজনের হেলিকপ্টারটির ব্লেড মিনিটে প্রায় তিন হাজার বার ঘুরবে, যা পৃথিবীতে ওড়ানোর হেলিকপ্টারের চেয়ে প্রায় দশ গুন বেশি।

মঙ্গলের ভূমিকম্প মাপতে নতুন মিশন

মঙ্গলের ভূমিকম্পের তথ্য থেকে গ্রহটির অভ্যন্তরে কাঠামো সম্পর্কে ধারণা পেতে ৫ মে ২০১৮ Interior Exploration using Seismic Investigations Geodesy and Heat Transport (InSight) নামক অনুসন্ধান যান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্হা নাসা।
imageimg src
রোবটিক ল্যান্ডার যন্ত্রটি মঙ্গলে নামার পর সেখানকার মাটিতে সিসমোমিটার স্হাপন করবে। সিসমোমিটারে যুক্তরাজ্যের তৈরি একটি সেন্সরও থাকছে। এ ভূমিকম্প মাপার যন্ত্রই মহাকাশ বিজ্ঞানীদের মঙ্গলের ভূমিকম্প 'মার্সকোয়াক' সম্বন্ধে তথ্য দেবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63792.82
ETH 2563.50
USDT 1.00
SBD 2.66