১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস

in #esteem6 years ago

দরাজ গলায় কাঁপিয়ে দিলে বুক, একটা জাতি অগ্নি হয়ে ওঠে,
একটা দেশের মুক্তি দিনের গান, ফুটল তাঁরই বজ্র কঠিন ঠোঁটে।
একটা জাতির গল্প লেখা হলো, এক ইতিহাস গাড়ল চির আসন,
একটা মানুষ আঙ্গুল তুলে দিলেন, ৭ ই মার্চে জীবন জয়ের ভাষণ!
সেই মানুষটা কেমন করে অমন, বুলেট বুকে লুটিয়ে পড়েন ধরায়,
কার বুকে কে বীজ বুনে দেয় খুনের, কার জন্য ঘৃণার বাস্প ছড়ায়।
এই যে মাটি সবুজ ঘাসে ছাওয়া, এই যে আকাশ স্বাধীনতায় আঁকা,
সেই মাটিতে, সেই আকাশের নিচে, তাঁর দেহটি নিথর করে রাখা!
মাটির বুকে কান্না জমা খুব, আকাশ জানে কী ব্যথা সে লুকায়,
কেবল কিছু মানুষরূপি শ্বাপদ, ঘাতক হয়ে স্নেহের হিসেব চুকায়।

বুকের ভেতর আস্ত আকাশ পুষে, সেই মানুষটা ছড়িয়ে ছিলেন মায়া,
মায়ার ছায়ায় কেমন করে অমন, উঠল বেড়ে হিংস্র খুনীর কায়া!
সেই মানুষটা স্বপ্ন দেখেছিলেন, লাল সবুজের একটা সোনার দেশ,
লোভের মাদক মাতাল করে দিয়ে, খুনীর বুকে জাগায় কী বিদ্বেষ!
অবাক চোখে তাকিয়ে দেখেন তিনি, ঝাঁকে ঝাঁকে বুলেট আসে ছুটে,
বুলেট কী আর জানে, এই দেশটার জন্যই তিনি মুজিব হয়ে ওঠেন!
জানতো যদি ওরা,
হয়তো তাদের বুকেও জমতো, গন্ধ হৃদয় পোড়া।

হৃদয় পোড়া গন্ধে বাতাস ভারি, হাওয়ার বুকে কান্না আজও ভাসে,
মানুষটা কী দূরের আকাশ থেকে, বাংলাদেশকে আজো ভালোবাসেন!
এই যে এমন থমকে থাকে মন, এই যে ভাসে হাওয়ায় কীসের ঘ্রাণ?
লাল সবুজের এই পতাকা জানে, মুজিব মানেই বাংলাদেশের প্রাণ।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 71539.00
ETH 3603.23
USDT 1.00
SBD 4.75