I saw a happy man from a very close. Whose face never heard of sadness.

in #esteem6 years ago

রিক্সা চালিয়ে সংসার চলে। দিনে উপার্জন করে দিনে খায়। নামাজি হাসি-খুশি মানুষ। কখনো দেখিনি কারো সাথে একটু কথা কাটাকাটি হয়েছে।
'
দেখা হলে জিগ্যেস করি, ভাই কেমন আছেন? ফিক করে হাসি দিয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভাল রেখেছেন ভাই।
'
লোকটাকে আমি যত দেখি তত বিস্মিত হই।
.
মূলতঃ অর্থে প্রকৃত সুখ নেই, উদার মনেই প্রকৃত সুখ নিহিত।
'
অর্থে সুখ থাকলে আমার দেখা লুলু মিয়া এক নাম্বারে সুখি হত।
'
তার টাকা-পয়সার অভাব নাই। কিন্তু অভাব আছে সুখ-শান্তির।
'
ক্লাবের কয়েকটা ছেলে তার কাছে গিয়ে একদিন বলল, স্যার আমাদের জন্য কিছু করেন। অন্তত দুটা বল কিনে দেন।
'
চোখ মুখ কালো করে বলেছিল, কী বলি লজ্জার কথা টাকা-পয়সার তো খুব সংকট চলছে।

image

'
কিন্তু ওই সময় যদি তিনি পকেটে হাত রাখতেন তাহলে কয়েক ডজন বল কেনার টাকা বেরিয়ে আসত।
'
আদরের ছোট্ট মেয়েটি, যাকে তিনি সবচে' বেশি ভালবাসতেন। তিনি তার কোন আশাই অপূর্ণ রাখেন নি। কিন্তু সে মেয়েটি আজ বাসায় নেই! বখাটে এক ছেলের সাথে প্রেম করে পগারপার।
'
কই টাকা দিয়ে তিনি তো সুখ কিনতে পারেন নি! যদি পারতেন তবে তিনিই সেরা সুখি হতেন।
'
তবুও টাকা পিছনে সবাই ছুটে। আপনি আমি সবাই....
'
টাকার প্রয়োজন আছে। টাকার প্রয়োজন আছে বলেই পবিত্র কুরআনে উপার্জন করার কথা বলা হয়েছে।
তবে মন থাকতে হবে উদার। সুখি হবেন, খুব সুখি।
'
কখনোই ভাববেন না, টাকাতেই প্রকৃত সুখ। তাহলে সেরা সুখ বঞ্চিত লোকটি আপনিই হবেন।

Sort:  

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59880.83
ETH 2301.55
USDT 1.00
SBD 2.50