শরত কাল

in #esteem6 years ago

শরৎ এর কোন এক অসাধারন বিকেলে দেখেছিলেম তোমায়,
কিছুক্ষণ হাঁটা,পাশাপাশি বসা,ভাললাগার কিছু কথা বলা।
.
বলতে বলতে,
হেমন্ত এলো, প্রাণে কি এক নতুন রঙ লাগলো
চোখ সেই রঙ এই ধাঁধিয়ে গেল,
সেই ঘোর এই শীত এলো,
তোমার আমার মন কাঁপিয়ে দিল,
আমাদের মন কিন্তু উষ্ণই ছিল,
.
কারণ???
কারণ তোমার কুয়াশা ঘেরা ভালোবাসা ছিল।
কুয়াশার চাদরে করেই বসন্ত এলো,
অনেক স্বপ্নের দিন পেরুল
কিন্তু তারপর???
তারপর
রুক্ষ গ্রীষ্ম এলো
ভেতরটাকে পুড়িয়ে দিল
কি জানি কি এক মায়া তাকে
নতুন এক ভালোবাসা দিল,
.
কিন্তু আজ???
.
আজ ঘোর বর্ষা,
তোমার দু চোখ ভর্তি জল,
আমার কলম ভর্তি কবিতা...
আশায় আবার একটি অসাধারণ শরতের...
যেথায় থাকবে
তোমার দু চোখ ভরা ভালোবাসা...
আমার চোখেও অভ্যর্থনা...

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67692.01
ETH 3734.85
USDT 1.00
SBD 3.69