হে তরুন,,

in #esteem6 years ago

কুরআন আবার ফিরে
আসুক চেতনায়, প্রেরণায়।
এসো হে তরুণ!
আমরা ফিরে যাই কোরআনে- এসো ফিরে যাই একেকটি আয়াতের আলোকিত ভূমিতে। কোরআনের বাঁশি আমাদের কানে এমনভাবে বাজুক, যেন আজই আমাদের জন্যে, আমাদের প্রেক্ষাপটে এটি অবতীর্ণ হয়েছে। আমরা কোরআনের একেকটি অংশ আরবী সুরে তেলাওয়াত করবো হৃদয়ের পূর্ণ আবেগ দিয়ে। মনের পূর্ণ উত্তাপ নিয়ে। আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে কোরআনের কোন একটি অংশে, আর আমাদের মন ও মস্তিষ্ক সেখান থেকে সংগ্রহ করবে সমাজ পরিবর্তনের ছবিগুলো।
তরুণ !
তুমি একেকটি আয়াতকে টার্গেট করো, আর তার সামনে থমকে দাড়াও চিন্তা ও গবেষণার বিশালতা নিয়ে। বাস্তবতার জগতে তাকে নিয়ে আসার প্রচন্ড স্পৃহা নিয়ে। তুমি কেবল একেকটি আয়াত পড়তে পড়তে চলছো না- বরং সমাজ বিপ্লবের সিঁড়িগুলো অতিক্রম করছো একেকটি করে।
তুমি যেন রেসালাতের প্রতিনিধিত্বের মশাল হাতে নিয়েছো। জিবরাঈলের কন্ঠ যেন তুমি শুনতে পাচ্ছো। কোরআন তেলাওয়াতের মধ্যে একবার হারিয়ে যাও চৌদ্দশত বছর পূর্বের দিনগুলোতে। আবার হারিয়ে যাও সময়ের বর্তমানে। তুমি কোরআনের ভাষায় কথা বলতে শেখো- সংকটে সংঘাতে তুমি উদ্ধৃতি টানো কোরআনের।
তুমি তোমার দাওয়াত আর কোরআনকে এক ও একান্ত করে নাও।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63423.51
ETH 3252.70
USDT 1.00
SBD 3.91