ইন্জিনের শক্তি উৎপন্ন করার ধাপ

in #engine6 years ago

ইন্জিনের শক্তি উৎপন্ন করার ধাপ :

১/ গ্রহণঘাত: এই সময় গ্রহন ভালভ খোলা এবং নির্গমন ভালভ বন্ধ থাকে। এই সময় গ্রহণ ভালভ দিয়ে জ্বালানী ও বাতাস (পেট্রোল ইন্জিনে) বা শুধু বাতাস (ডিজেল ইন্জিনে) সিলিন্ডারে প্রবেশ করে। ।এই সময় ক্র্যাকশ্যাফট ১৮০* ঘুর্ণন সম্পূর্ণ করে। এই সময় পিস্টন উপর থেকে নিচের দিকে নামে।

ুৃতু.png

২/ সংকোচন ঘাত: এই ঘাতে দুইটি ভালভই বন্ধ থাকে। পিস্টন নিচের থেকে উপরের দিকে উঠে। এই ঘাতে সিরিল্ডারের ভিতরে তাপ ও চাপ উৎপন্ন হয়। ক্র্যাকশ্যাফট মোট ৩৬০* ঘুর্ণন সম্পূর্ণ করে।

Inkedুোইু_LI.jpg

৩/ শক্তিঘাত: এই ঘাতে দুইটি ভালভই বন্ধ থাকে। এই ঘাতে সিলিন্ডারে স্পার্কিং হয়ে (পেট্রোল ইন্জিনে) উচ্চ চাপে জ্বালানী স্প্রে হয়ে (ডিজেল ইন্জিনে)দহন ক্রিয়া সম্পূর্ণ করে শক্তি উৎপন্ন করে। এবং পিস্টনকে নিচের দিকে ধাক্কা দেয়। তাই পিস্টন উপর থেকে নিচের দিকে নামে। শুধু এই ঘাতে শক্তি উৎপন্ন হয় বাকি ঘাত গুলোকে চালাই। তাই একে শক্তি ঘাত এবং বাকি গুলোকে অলস ঘাত বলে। এই ঘাত শেষে ক্র্যাকশ্যাফট মোট ৫৪০* ঘুর্ণন সম্পূর্ণ করে।

ডপাউ.jpg

৪/ নির্গমণ ঘাত: এই ঘাতে গ্রহণ ভালভ বন্ধ এবং নির্গমণ ভালভ খোলা থাক। পিস্টন নিচ থেকে উপরের উঠে। এবং সকল পোড়া গ্যাস বাইরে বার করে দেয়। এই ঘাত শেষে ক্র্যাকশ্যাফট মোট ৭২০* ঘুর্ণন সম্পূর্ণ করে। এর পরে আবার প্রথম থেকে ঘাত শুরু হয়। এই ভাবে ইন্জিন চলতে থাকে।

ডপযযাউ.jpg

Sort:  

You have been defended with a 31.25% upvote!
I was summoned by @ohimahathir.

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @ohimahathir.

You got a 9.66% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

You got a 100.00% upvote from @stef courtesy of @ohimahathir!

This post has received a 100.00% upvote from @msp-bidbot thanks to: @ohimahathir. Delegate SP to this public bot and get paid daily: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP Don't delegate so much that you have less than 50SP left on your account.

This post has received a 6.98% upvote from thanks to: @ohimahathir!!!
For more information, click here!!!!

If you use our Robot before your post has 1 day and get an Upvote greater than 1%, you will automatically receive Upvotes between 1% and 10% as a bonus from our other robots.

Do you know, you can also earn passive income after every bidding round simply by delegating your Steem Power to @minnowhelper?
you can delegate by clicking following links: 10 SP, 100 SP, 500 SP, 1000 SP or Another amount

You have gotten a vote courtesy of @ohimahathir!
They have enlisted the help of the @alliedforces!
We gladly answer your call!
(@alliedforces is a collaboration of witnesses @jatinhota & @enginewitty)
Have you supported your favorite witnesses?

Congratulations @ohimahathir ! You received a 10% upvote from @kryptoniabot & @kryptonia for your task of 300 SUP Today.

Remember to receive votes from @kryptoniabot

Run a task on Kryptonia.*Join free here Kryptonia Account
Use the tags KRYPTONIA or SUPERIORCOIN in your Steemit post.

Delegate to the Kryptonia Upvote by clicking links: 10SP , 50SP , 100SP , 500SP , 1000SP

Due to an increased amount of tasks, we have changed up the voting power to evenly spread out the Upvote amount.

upvote you from kryptonia@CEARrtou66

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94636.84
ETH 3278.73
USDT 1.00
SBD 3.16