পিঁপড়া এবং হাতি নিয়ে একটি ফানী গল্প:

in #elephant2 months ago

Untitled design.png

একদিন, পিঁপড়ার দল তাদের বাসায় ফিরছিল। হঠাৎ করে তারা দেখতে পেলো এক বিশাল হাতি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হাতিটিকে দেখে পিঁপড়ারা একত্রে ভাবনা-চিন্তা করতে লাগলো কীভাবে তারা হাতিটিকে ভয় দেখাতে পারে।

পিঁপড়াদের দলনেতা বললো, "আচ্ছা, আমরা সবাই মিলে হাতির পিঠে উঠে তার শরীর চুষতে শুরু করি, তাহলে হাতি ভয় পেয়ে যাবে।" সবাই একমত হলো এবং হাতির পিঠে উঠার প্রস্তুতি নিতে লাগলো।

হাতি মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পিঁপড়ারা হাতির পিঠে উঠে গেলো এবং তার শরীর চুষতে শুরু করলো। হাতি বুঝতে পারলো কিছু একটা হচ্ছে এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতিটি তাদের নিয়ে কোনোরকম চিন্তাভাবনা না করেই সামনের দিকে হাঁটা শুরু করলো।

হঠাৎ হাতি তার শরীর ঝাঁকাতে লাগলো। পিঁপড়ারা এক এক করে হাতির শরীর থেকে পড়ে যেতে লাগলো। শেষে একটা মাত্র পিঁপড়া হাতির গলায় ধরে ঝুলে রইলো। দলের অন্য পিঁপড়ারা চিৎকার করে বলতে লাগলো, "ধরে থাক, ভাই! ধরে থাক! ওটাকে শ্বাসরুদ্ধ করে দাও!"

এইভাবে, পিঁপড়ারা তাদের কৌতুকপূর্ণ উপায়ে হাতির সাথে মজা করলো এবং তারা সবাই মিলে হাসি-তামাশায় মেতে উঠলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57687.08
ETH 2333.23
USDT 1.00
SBD 2.36