ঈদটা আমি যে ভাবে কাটালাম

in #eid6 years ago

কিছুদিন আগেই কোরবানির ঈদ শেষ হলো সবাই নিশ্চয়ই অনেক আনন্দ করেছেন আমি যে কষ্টে ছিলাম তা একেবারেই নয়।

কিন্তু আমি এবার কোন ঈদের নাটক দেখি নি কারণ টিভিতে এত এড দেয় একটু শান্তি মতো একটা সুন্দর নাটক দেখব তার উপায় নেই। যাইহোক মোশাররফ করিমের জমজ 10 নাটকটি দেখেছি সত্যিই খুব অসাধারণ আর অভিনয় এর কথা নাই বললাম।

আমি তো ভাবছি এরপর থেকে যত নাটক দেখব সব ইউটিউবে দেখব কারণ একটানা নাটকটি দেখা যায় দরকার হলে দুই মাস পরে যখন ইউটিউবে আপলোড হবে তখন দেখবো। তারপরও কোন নাটক টিভিতে দেখব না। আপনারা কি টিভিতে ঈদের নাটক দেখেন নাকি ইউটিউবে নাটক দেখার কথা চিন্তা করছেন।

আজ এ পর্যন্তই ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98626.33
ETH 3527.14
USDT 1.00
SBD 3.23