আজ পবিত্র ঈদুল আযহার পঞ্চম দিন।

in #eid29 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম।আশা করি শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন ।

IMG_1291.jpeg

আজ পবিত্র ঈদুল আযহার পঞ্চম দিন। আমি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের হালকা নাস্তা করে টিভির সামনে ক্রিকেট খেলা দেখতে বসে গিয়েছি।আজ t20 বিশ্বকাপের সুপার এইটের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার একটি ম্যাচ ছিল। খেলা দেখে খুবই হতাশ। বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ বড় স্কোর করতে পারে নাই। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৮ রানের ম্যাচটি জয়ী হয়েছে।

বাংলাদেশের খেলা দেখে খুবই হতাশ এবং অনেক মন খারাপ হয়েছে। মন ভালো করার জন্য চলে গেলাম বাড়ির পাশের কপোতাক্ষ নদে। আমার বাড়ির পেছনেই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ নিয়ে বাংলার কবি মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতাও রয়েছে।

এই কপোতাক্ষ নদে আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। এখন আর নদীর পাড়ে তেমন যাওয়া হয় না। ঈদের ছুটিতে বাড়িতে আছি বলেই আজকে যাওয়া হয়েছিল। বাংলাদেশের খেলা দেখে যে পরিমাণ হতাশ হয়েছিলাম তার থেকেও বেশি ভালো লেগেছিল এই প্রাকৃতিক পরিবেশ দেখে। সত্যিই এটা অনেক মনমুগ্ধকর একটা বিষয়। পুরো নদীটা কচুরিপানায় পরিপূর্ণ। কচুরিপানার জন্য পানি দেখা যাচ্ছে না। কচুরিপানা সব সময় থাকে না। এ সময় হয়তো কচুরিপানা থাকে তাই এখন পুরো নদীটা কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে। কপোতাক্ষ নদের পাড়ে কিছু ছবি তুললাম। ছবিগুলো নিচে দিয়ে দেওয়া হল।

IMG_1662.jpeg

IMG_1661.jpeg

IMG_1664.jpeg

IMG_1668.jpeg

নদীর ধারে কিছু ফসলের জমি আছে। এসব জমিগুলা কৃষকরা চাষ করে থাকে। নদীর পাড়ে একটি জমিতে করোলা চাষ করা হয়েছে। এই জমির করোলা প্রায় শেষের দিকে। এখনো গাছে অনেক ফল এবং ফুল আছে। আমি কিছু করলার ছবিও তুলেছি। সেই ছবিগুলো নিচে দেওয়া হল

IMG_1666.jpeg

IMG_1665.jpeg

IMG_1667.jpeg

পাশে আরেকটি জমিতে কাঁচা মরিচের চাষ করা হয়েছে। কাঁচা মরিচের গাছও আছে। কাঁচা মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। পাশের আরেকটি জমিতে বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছে ফুল এসেছে। কাচা মরিচ ও বেগুন গাছের ছবি নিচে দেওয়া হল

IMG_1674.jpeg

IMG_1672.jpeg

IMG_1676.jpeg

পাশের আরেকটি জমিতে কয়েকজন কৃষক মিলে কাজ করতেছে।
গ্রামের এইসব প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেল। যারা গ্রামে বসবাস করেন তারাই এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পান।

IMG_1673.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67144.34
ETH 3517.40
USDT 1.00
SBD 2.69