মহেশখালী দ্বীপে একদিন - পাহাড়ে ঘেরা আদিনাথ মন্দিরের সৌন্দর্য ও ইতিহাস | Moheskhali Island Tour 2020
কক্সবাজার জেলার অন্যতম একটি দ্বীপ মহেশখালী। কক্সবাজার থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এর অবস্থান। ১৮৫৪ সালে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হয় এই গ্রামটি। এর ঘনত্ব প্রায় ৮৩০ কিলোমিটার। আর ছোট এই গ্রামটির মোট জনসংখ্যা প্রায় ৩২১২১৮ জন। এর আয়তন প্রায় ৩৬২ বর্গ কিলোমিটার।